বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়াতে ইতিমধ্যেই হেড কোচ হিসেবে সফর শুরু করেছেন গৌতম গম্ভীর। তাঁর কোচিংয়ের পর্ব শ্রীলঙ্কার বিরুদ্ধে T20 সিরিজ থেকেই শুরু হয়েছে। যেখানে, ভারতীয় দল জিতে গিয়েছে ওই সিরিজ। এখন সবার চোখ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI সিরিজের দিকে। যেখানে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে মাঠে নামবে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে রোহিত-গম্ভীর জুটি মাঠে কি কি চমক নিয়ে আসে তা প্রত্যক্ষ করার জন্যই মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
গৌতম গম্ভীরের প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া দিলেন রোহিত শর্মা (Rohit Sharma):
এদিকে, এর একটি বিশেষ কারণও রয়েছে। আসলে, রোহিত (Rohit Sharma) এবং গম্ভীর দু’জনেই টিম ইন্ডিয়ার হয়ে একসাথে অনেক ম্যাচ খেলেছেন। এমন পরিস্থিতিতে, দু’জনেই একে অপরের সম্পর্কে খুব ভালোভাবে জানেন। এদিকে, সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা দলের নতুন কোচ সম্পর্কে একটি বড় তথ্য সামনে এনেছেন। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জানিয়ে রাখি যে, আগামী ২ অগাস্ট অর্থাৎ শুক্রবার থেকে কলম্বোতে শুরু হতে চলেছে তিন ম্যাচের ODI সিরিজ। যেখানে টিম ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছেন রোহিত (Rohit Sharma) এবং কোহলি। এমতাবস্থায়, গম্ভীরের কোচিংয়ে এই দুই কিংবদন্তি খেলোয়াড়ের ব্যাটিংয়ের দিকেই নজর থাকবে সবার। এদিকে, রোহিত-কোহলি ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে গম্ভীরের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। তাই তাঁরা টিম ইন্ডিয়ার নতুন কোচের মনোভাব এবং লক্ষ্য খুব সহজেই অনুধাবন করতে পারবেন। শ্রীলঙ্কায় প্রথম সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যাপ্টেন রোহিত।
আরও পড়ুন: হবে না কোনও পরীক্ষা! এই কেন্দ্রীয় সংস্থায় বিপুল পদে হচ্ছে কর্মী নিয়োগ, কিভাবে করবেন আবেদন?
ড্রেসিংরুমে কেমন থাকেন গম্ভীর: বৃহস্পতিবার কলম্বোতে, রোহিত শর্মা (Rohit Sharma) মিডিয়ার প্রশ্নের উত্তর দেন। যেখানে একটি প্রশ্ন ছিল কোচ গৌতম গম্ভীর সম্পর্কে। যখন রোহিতকে নতুন কোচের ভাবনা চিন্তার পদ্ধতি এবং গৌতমের সর্বদা “গম্ভীর” প্রকৃতি সম্পর্কে জানতে চাওয়া হয় তখন ভারতীয় অধিনায়ক যা জানিয়েছেন তা জানার পর অবাক হবেন অনেকেই। রোহিত বলেন, “গৌতি ভাই ড্রেসিংরুমেও অনেক মজার জিনিস করেন এবং প্রায়শই তাঁর সতীর্থদের সাথে মজা করে থাকেন।” তবে, ভারতীয় অধিনায়ক এটাও বলেছেন যে গম্ভীর কিভাবে একান্তে থাকতে পছন্দ করেন সেদিকে মনোযোগ দেওয়ার দরকার নেই।
প্রস্তুতি নিয়ে কোচের সঙ্গে নিয়মিত কথা: রোহিত শর্মা জানান, এই সিরিজের আগে গম্ভীরের সাথে তাঁর আলোচনা শুরু হয়েছিল এবং তিনি টিম ইন্ডিয়ার ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছেন। রোহিতের মতে, তাঁরা দু’জনেই খুব বেশি সামনের কথা ভাবছেন না। বরং, আসন্ন সিরিজ নিয়ে তাঁরা কথা বলেছেন। যেখানে দলের প্রস্তুতি, ঘাটতি এবং চাহিদাগুলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। রোহিত গম্ভীরের মতামতকে খুব স্পষ্ট বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে গৌতম জানেন তিনি দলের কাছ থেকে কি চান।