সিনিয়র সিটিজেন স্পেশাল অফার! প্রবীণদের জন্য ভারতীয় রেল যা করল…. ভীষণ খুশি হবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের পরিবহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের গন্তব্যে পৌঁছানোর প্রধান মাধ্যম রেল ব্যবস্থা। সময়ের সাথে ভারতীয় রেল (Indian Railways) একাধিক পদক্ষেপ গ্রহণ করছে যাত্রীদের জন্য।

ভারতীয় রেলের (Indian Railways) প্রবীণদের জন্য বিশেষ ছাড়

এবার ভারতীয় রেল (Indian Railways) প্রবীণ নাগরিকদের জন্য নিতে পারে অভিনব উদ্যোগ। প্রবীণ নাগরিকদের স্বাচ্ছন্দের জন্য মাঝেমধ্যেই সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করে থাকে। সিনিয়র সিটিজেন কোটায় বিশেষ সুযোগ দিচ্ছে ভারতীয় রেলও (Indian Railways)। জানা যাচ্ছে প্রবীণ নাগরিকরা ছাড় পাবেন রেলের ভাড়ায়।

আরোও পড়ুন : স্ত্রীর সাথে বয়সের কত ফারাক থাকলে স্বামীরা পান চরম সুখ? জেনে নিন কী বলছে চাণক্য নীতি

সূত্রের খবর, সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নরেন্দ্র মোদির সরকার এই নিয়ে তৃতীয়বার প্রবীণ নাগরিকদের (Senior Citizen) জন্য রেল ভাড়া উপর ছাড়ের সিদ্ধান্ত নিতে পারে। এর আগে কোভিড-১৯র সময়ে সরকারের তরফ থেকে প্রবীণ নাগরিকদের জন্য রেল ভাড়ার উপর ছাড়ের ঘোষণা করা হয়েছিল।

আরোও পড়ুন : নিখুঁত অভিনয়ের পাশাপাশি রয়েছে বিশেষ প্রতিভা! এবার নতুন পেশায় ‘মিঠাই’ অভিনেতা সৌরভ

যদিও পরবর্তীকালে সেই ছাড় তুলে নেওয়া হয়। রেল (Indian Railways) এবার চার বছর পর প্রবীণ নাগরিকদের ফের দিতে চলেছে বিশেষ ছাড়। রেলের এই সিদ্ধান্তে প্রবীণ নাগরিকরা অত্যন্ত সস্তায় ভ্রমণ করতে পারবেন ট্রেনে। সব ধরনের ট্রেনে স্লিপার ক্লাসে এই সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা। তবে এই ছাড় প্রযোজ্য হবে না এসি ক্লাসে সংরক্ষণে।

Indian Railways is giving a bunch of benefits to senior citizens

ঝাঁসি রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক মনোজ কুমার বলেছেন, “এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে । যদি এই জাতীয় কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তবে শীঘ্রই সমস্ত রেলওয়ে জোনে এটি কার্যকর করা হবে। রেলপথ মন্ত্রকের আনুষ্ঠানিক অবস্থানের অপেক্ষায় রয়েছে এবং এই পরিস্থিতি এলেই তা অবিলম্বে কার্যকর করা হবে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর