বাংলা হান্ট ডেস্কঃ একসময় বালুরঘাট বিমানবন্দর থেকে বহু বিমান চলাচল করেছে। তবে বর্তমানে এখান থেকে কোনও উড়ান উড়তে দেখা যায় না। কবে চালু হবে এই বিমানবন্দর? এবার এই নিয়ে মুখ খুললেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রের শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
বালুরঘাট বিমানবন্দর নিয়ে কী বললেন সুকান্ত (Sukanta Majumdar)?
পশ্চিমবঙ্গের বুকে দমদম, বাগডোগরার পর তিন নম্বরে রয়েছে বালুরঘাটের নাম। বর্তমানে এই বিমানবন্দরের পরিষেবা বন্ধ। এই বিষয়ে কেন্দ্র এবং রাজ্য স্তরে কী কী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে? এই বিষয়ে সম্প্রতি মুখ খোলেন সুকান্ত। তিনি বলেন, এই বিমানবন্দর (Balurghat Airport) রাজ্যের অধীনে আছে। এটি প্রথমে ‘এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া’র হাতে তুলে দিতে হবে।
এখানেই শেষ নয়, সুকান্ত বলেন, কোনও জায়গায় বিমান চালাতে গেলে সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হয়। তাদের রাজি করানোর এই কাজ সরকারের। কলকাতা থেকে শুরু করে কোচবিহার, বিমান সংস্থাই বিমান চালায়। বালুরঘাটের সাংসদ জানান, তিনি ওই সংস্থার সঙ্গে কথা বলেছেন।
আরও পড়ুনঃ বাজারে যাওয়া অতীত! বাড়ি বসেই মিলবে সস্তায় আলু, পেঁয়াজ! দুর্দান্ত উদ্যোগ রাজ্য সরকারের
উল্লেখ্য, বহুদিন আগে বালুঘাট বিমানবন্দর সংস্কার এবং পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছিল। তবে উড়ান এখনও শুরু হয়নি। বর্তমানে এই বিমানবন্দর বিমান চালানোর জন্য কতখানি উপযুক্ত, এখানে কী কী পরিকাঠামো রয়েছে তা খতিয়ে দেখারজন্য রাইটস এবং রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকরা এখানে এসেছেন। রানওয়ে থেকে শুরু করে এয়ারপোর্টের অন্যান্য নানান ব্যবস্থা তাঁরা খতিয়ে দেখেন। তবে এখনও পরিষেবা চালু হয়নি।
কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের কারণে এখনও বালুরঘাট বিমানবন্দর চালু হয়নি বলে খবর। এই বিষয়ে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, রাজ্য সরকার গ্যাপ ফান্ডিংয়ের দায়িত্ব নিলে পরিষেবা চালু করা যেতে পারে। কেন্দ্রীয় সরকার উড়ানের ভর্তুকি দেয়। এবার রাজ্য সরকার গ্যাপ ফান্ডিংয়ের দায়িত্ব নিলে উড়াল চালু করা সম্ভব হবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।