একের পর এক দুঃসংবাদ! অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার পর হাসপাতালে ভর্তি ভিনেশ, কি হল তাঁর?

বাংলা হান্ট ডেস্ক: অলিম্পিক থেকে সামনে আসা একটি খবরেই স্বপ্নভঙ্গ হল ১৪০ কোটি ভারতবাসীর। অলিম্পিকের মঞ্চে বুধবার রাতে সোনা জয়ের লড়াইয়ে নামার কথা ছিল ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। কিন্তু, তার আগেই এল বড়সড় দুঃসংবাদ। মূলত, চূড়ান্ত ম্যাচের আগে ওজন করার সময় দেখা যায় যে ভিনেশের ওজন বেড়ে গিয়েছে।

হাসপাতালে ভর্তি ভিনেশ (Vinesh Phogat):

৫০ কেজি বিভাগে তাঁর নামার কথা থাকলেও ওজন করার সময় দেখা যায় তাঁর ওজন নির্ধারিত ওজনের থেকে ১০০ গ্রাম বেশি। আর সেই কারণেই ফাইনালে নামতে পারবেন না ভিনেশ (Vinesh Phogat)। যার পরিপ্রেক্ষিতে রুপোও হাতছাড়া হল তাঁর। এদিকে, এই খবর প্রকাশ্যে আসার পরেই মিলেছে আরও একটি দুঃসংবাদ। জানা গিয়েছে যে, ওজন বেড়ে যাওয়ায় তিনি অলিম্পিকে ছিটকে যাওয়ার পর হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভিনেশকে।

Vinesh Phogat is admitted to the hospital after being knocked out of the Olympics.

মূলত, ভিনেশের (Vinesh Phogat) শরীরে জলের অভাবের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এদিকে, ভিনেশকে হাসপাতালে ভর্তি করার খবর পাওয়ার পর, পিটি ঊষা সহ ভারতীয় আধিকারিকদের একটি দল তাঁর সাথে দেখা করতে সেখানে পৌঁছেছেন।

আরও পড়ুন: জল্পনার অবসান! বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন নোবেলজয়ী ইউনূস

কিভাবে ঘটল জলের অভাব: প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, ভিনেশের (Vinesh Phogat) ওজন কমানোর চেষ্টার কারণেই এমনটা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওজন কমানোর লক্ষ্যে তিনি সারারাত সাইক্লিং থেকে শুরু করে বিভিন্ন কসরত করেছিলেন এবং তিনি জল পান করাও কমিয়ে দিয়েছিলেন। এদিকে, এই খবরও সামনে আসছে যে অলিম্পিক থেকে ভিনেশ ফোগাট ছিটকে যাওয়ার ফলে ভারত থেকে অফিসিয়াল প্রতিবাদ হতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশ উত্তপ্ত হতেই কপাল খুলল আম্বানির! লাফিয়ে বাড়ল এই কোম্পানির শেয়ারের দাম, কেনার জন্য হুড়োহুড়ি

প্যারিস অলিম্পিকে কেমন খেলছিলেন ভিনেশ: প্যারিস অলিম্পকে ভিনেশ ফোগাট (Vinesh Phogat) দৃঢ়ভাবে সফর শুরু করেছিলেন। তিনি তাঁর প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের সুসাকিকে পরাজিত করেন। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে অসাধারণ জয় হাসিল করে তিনি পৌঁছে যান ফাইনালে। এমতাবস্থায়, প্রত্যেকেই মনে করেছিলেন যে প্যারিস অলিম্পিকে তিনি ভারতের প্রথম স্বর্ণপদক হাসিল করবেন। কিন্তু, সেই মুহূর্তেই সামনে আসে চরম দুঃসংবাদ। যার জেরে কোটি কোটি ভারতবাসী আশাহত হন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর