বাংলা হান্ট ডেস্ক: ফের চোখ রাঙাচ্ছে দুর্যোগ। আগামীকাল আবারও তৈরি হতে পারে নিম্নচাপ। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর-দিঘা হয়ে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। ফলত ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ (South Bengal Weather) একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই দিন বাড়বে বৃষ্টি! (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোনো সতর্কতা দেওয়া হয়নি এখনই। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার রাতের দিকে ভিজতে পারে দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে। শুক্রবারও বৃষ্টি হবে।
শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। রবিবার আরও বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
আরও পড়ুন: কলকাতার রাস্তায় এবার ঘন-ঘন চলবে সরকারি বাস, বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর, হবে মুশকিল আসান!
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের (North Bengal Weather) উপরের দিকের জেলাগুলির কিছু কিছু অংশে। বাকি জেলাগুলিতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির চলবে।