বাংলাহান্ট ডেস্ক : আইআইআরএফ (IIRF) প্রকাশ করলে ২০২৪ সালের দেশের সেরা এমবিএ কলেজের (Master of Business Administration) তালিকা। এই তালিকায় দেখা যাচ্ছে দেশের অনেক সরকারি কলেজ রয়েছে শীর্ষস্থানে। এছাড়াও বেসরকারি কলেজগুলিও দিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। ভারতের এই সেরা এমবিএ কলেজগুলো থেকে পাস করে বেরোনোর পর আকর্ষণীয় চাকরির অফার পাচ্ছেন পড়ুয়ারা। অধিকাংশ পড়ুয়া বিভিন্ন নামিদামি কর্পোরেট সংস্থায় লক্ষ টাকা বেতনের চাকরি পেয়েছেন।
MBA (Master of Business Administration) কলেজের তালিকা
আবার এই কলেজগুলিতে ভর্তি হওয়াও সহজ নয়। কঠিন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে সুযোগ পাওয়া যায় এই কলেজগুলিতে। ম্যানেজমেন্ট স্কিল, স্ট্র্যাটেজিক থিঙ্কিং এবং নেতৃত্ব সম্পর্কে কলেজগুলিতে বিশেষ শিক্ষা দেওয়া হয় পড়ুয়াদের। IIRF যে তালিকা প্রকাশ করেছে তাতে প্রথম স্থান অর্জন করেছে জামশেদপুরের জেভিয়ার লেবার রিলেশন ইনস্টিটিউট (এক্সএলআরআই)। গুরগাঁওয়ের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এমডিআই) রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে।
আরোও পড়ুন : এবার এই পেপার ছাড়া পেট্রোল পাম্পে গেলেই হবে সর্বনাশ! মিলবে ১০ হাজারের চালান, লাগু নিয়ম
দেশের সেরা এমবিএ (Master of Business Administration) কলেজের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মুম্বইয়ের এসপি জৈন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ (এসপিজেআইএমআর)। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পুণের সিমবায়োসিস ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট (এসআইবিএম)। দেশের সেরা এমবিএ (Master of Business Administration) কলেজের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পুণের সিম্বিওসিস সেন্টার ফর ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (এসসিএমএইচআরডি)।
IIRF- এর তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছে ভুবনেশ্বরের জেভিয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এক্সআইএম ইউনিভার্সিটি। তালিকার সপ্তম স্থানে রয়েছে মুম্বইয়ের এনএমআইএমএস স্কুল অফ বিজনেস ম্যানেজমেন্ট। দিল্লির আইএমআই – ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অষ্টম স্থানে, আহমেদাবাদের মুদ্রা ইনস্টিটিউট অফ কমিউনিকেশন নবম স্থানে ও গাজিয়াবাদের ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি দশম স্থানে রয়েছে এই তালিকায়।