এবার এই সেক্টরের রাজা হবেন মুকেশ আম্বানি! কন্যা ইশার কোম্পানিতে বিনিয়োগ করলেন ১৪,৮৩৯ কোটি

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক রিপোর্টে রিলায়েন্সের ফলাফলের সামনে আনার পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক বছরে ১১ শতাংশ চাকরি কমানোর বিবরণও উপস্থাপিত করা হয়। রিপোর্ট অনুযায়ী, ১ বছরে রিলায়েন্সে ৪২,০০০ কর্মী কমানো হয়েছে। এদিকে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইশা আম্বানির নেতৃত্বাধীন সংস্থা রিলায়েন্স রিটেল। এমতাবস্থায়, একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিলায়েন্স রিটেলের সম্প্রসারণের জন্য ফের বিপুল বিনিয়োগ করতে চলেছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)।

রিলায়েন্স রিটেলে আম্বানির (Mukesh Ambani) ১৪,৯৩৯ কোটি টাকা বিনিয়োগ:

প্রসঙ্গত উল্লেখ্য যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার রিটেল সেক্টর সম্প্রসারণের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করেছে। রিলায়েন্স রিটেলে ১৪,৮৩৯ কোটি টাকার বড় বিনিয়োগ করতে চলেছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। জানিয়ে রাখি যে, মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি রিলায়েন্স রিটেলের প্রধান। এমতাবস্থায়, এই বিনিয়োগ রিলায়েন্স রিটেলের সম্প্রসারণে সাহায্য করবে। বর্তমানে রিলায়েন্স রিটেল তার সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে কাজ করছে। ছোট শহরগুলিতেও রিটেল স্টোর খোলা হবে।

This time the king of this sector will be Mukesh Ambani.

১০ বছরের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ: গত ১০ বছরে রিলায়েন্স রিটেলে এটি মুকেশ আম্বানির (Mukesh Ambani) সবচেয়ে বড় বিনিয়োগ হতে চলেছে। কোম্পানির আর্থিক রিপোর্ট অনুসারে, পেরেন্ট কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গত বছর রিলায়েন্স রিটেলে ১৯,১৭০ কোটি টাকা বিনিয়োগ করেছিল।

আরও পড়ুন: দুর্ধর্ষ লুক, দুর্দান্ত ফিচার্স! ১৫ অগাস্ট লঞ্চ হচ্ছে Ola-র Electric Motorcycle, দাম মাত্র এত টাকা

এখন কোম্পানিটি আরও ১৪,৮৩৯ কোটি টাকা বিনিয়োগ করেছে। মূলত, রিলায়েন্স রিটেলের আইপিও লঞ্চ করার আগে, সংস্থাটি তার ব্যালেন্স শীটকে শক্তিশালী করতে চায়। উল্লেখ্য যে, রিলায়েন্সের রিটেল ব্যবসার দায়িত্বে থাকা ইশা আম্বানি খুব দ্রুত এই সেক্টরে নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছেন।

আরও পড়ুন: শেখ হাসিনার ভারতে থাকার ফলে অবনতি হবে সম্পর্কের? কি ভাবনাচিন্তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের?

রিটেল বাজার থেকে শুরু করে অনলাইন শপিং প্ল্যাটফর্ম, Jio Mart, Ajio, Reliance Trends, Smart Bazaar-এর মতো উদ্যোগগুলিকে বড় করা হয়েছে। মূলত, বিদেশি ব্র্যান্ডের সাথে চুক্তি করে, এগুলিকে তাদের প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর