মালিকের সঙ্গে মুভিডেটে ২০০টি চারপেয়ে, মাথায় হাত হল কর্তৃপক্ষের

অক্ষয় কুমারের এন্টারটেইনমেন্ট সিনেমা মন কেড়েছিল ‘মুভি লাভার’ থেকে সাধারণ দর্শকদের। যেখানে একটি কুকুরকে ঘিরেই গোটা সিনেমার শুরু থেকে শেষ। এছাড়া বছর আগে প্রকাশিত চার্লি ৭৭৭, যাও একটি কুকুরে গল্প নিয়ে তৈরি সিনেমা দর্শকের মন কাড়তে একটু পিছপা হয়নি। বরাবর, মানুষ-কুকুরের একটি সম্পর্কের কেমিস্ট্রিটা সিনেমার জগতে ভাল মুনাফা প্রদানকারী প্লট হিসাবেই কাজ করেছে। তবে যদি গল্পের ছলে ভাবা যায়, একটি কুকুর-কেন্দ্রীক সিনেমা যা দেখতে গিয়েছে সারি সারি কুকুর।

শুনতে কল্পনা লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে আমেরিকায়। চারপেয়েদের নিজেদের গল্প দেখতে গিয়েছে খোদ চারপেয়েরাই (Dogs In Cinema Hall)। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট এলাকার একটি ক্রীড়া প্রাঙ্গনে আয়োজন হয়েছিল সিনেমা প্রদর্শনীর। উপস্থিত ছিল সারি সারি পোষ্য কুকুর। বড় পর্দায় নিজেদেরই ছবি দেখল পোষ্যরা (Dogs In Cinema Hall)।

Dogs In Cinema Hall

চারপেয়েদের নিজেদের গল্প দেখতে গিয়েছে (Dogs In Cinema Hall) খোদ চারপেয়েরাই

অবশ্য এই সিনেমা দেখার জন্য কিন্তু বিশেষ যে আসনের ব্যবস্থা ছিল এমনটা নয়। ক্রীড়া প্রাঙ্গনেরই একটি হল ঘরে চলেছিল প্রদর্শনী। যেখানে সারি সারি কুকুর উপস্থিত ছিল তাদের মালিকের সঙ্গে। যিনি সিনেমাটি তৈরি করেছিলেন তাঁর স্ত্রীয়ের উদ্য়োগেই আয়োজিত হয়েছিল এই বিশেষ পদ্ধতির সিনেমা প্রদর্শনী। মজার বিষয় সিনেমাটিও ছিল কুকুরদের নিয়ে। যার নাম ‘ইনসাইড দ্যা মাইন্ড অফ অ্যা ডগ’।

মূলত, এই সিনেমার প্রদর্শনীর মধ্যে দিয়ে একটি বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন দেখেছিলেন উদ্যোগীরা। কিন্তু স্বপ্ন আপাতত স্বপ্নই রইল। তাঁদের ডাকে নিজেদের পোষ্যদের নিয়ে সিনেমা দেখাতে এলেও সংখ্যার নিরিখে কার্যত বিশ্ব রেকর্ড হাতছাড়া হয় তাঁদের। এই সিনেমাহলে রেজিস্ট্রেশন ছিল ২৮০ জন চারপেয়ের। তবে, উপস্থিত ছিল মাত্র ২১০ জন। ফলে বিশ্ব রেকর্ড করতে পারেনি তারা। এই জন্যই মাথায় হাত পড়ে গিয়েছিল হল কর্তৃপক্ষের।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর