‘বাড়িতে আমার নিজের একটা মেয়ে আছে’! কটাক্ষের জবাবে মুখ খুললেন ঋতুপর্ণা

বাংলা হান্ট ডেস্ক : দেশের বাইরে বসেই আরজিকরের তরুণী হত্যার প্রতিবাদ জানাচ্ছেন টলিউড (Tollywood) অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।  ১৪ই আগস্ট মেয়েদের রাত দখলে পথে নামতে পারেনি অভিনেত্রী (Rituparna Sengupta)।  যোগ দিতে পারেননি টালিগঞ্জের শিল্পীদের মিছিলেও। কিন্তু এসবের মধ্যেই এক কান্ড ঘটিয়ে বসেছেন তিনি। অভিনব কায়দায় প্রতিবাদ জানাতে গিয়ে ভুল ভাবে শঙ্খ বাজিয়ে অহেতুক বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী (Rituparna Sengupta)।

শঙ্খ ট্রোলড হওয়ার পর কটাক্ষের জবাব দিলেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)

যা দেখে অনেকেই অভিনয় বলে কটাক্ষ করেছেন। আর এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের এই কটাক্ষ প্রসঙ্গে কলম ধরলেন খোদ অভিনেত্রী নিজেই।  দীর্ঘ ফেসবুক পোস্টে ঋতুপর্ণা লিখেছেন, ‘কলকাতা সহ সারা বিশ্বকে যে ট্র্যাজিক ঘটনা আলোড়িত করেছে সেই ঘটনা নিয়ে শঙ্খ বাজানো কখনও নাটক হতে পারে না। এই অপরাধের নৃশংসতা মেরুদন্ডে ঠাণ্ডা স্রোত বইয়ে দেয়। তা আপনার হোক বা আমার। বাড়িতে আমার নিজের একটা মেয়ে আছে।’

সেইসাথে অভিনেত্রী লিখেছেন,’ তাই যদি কেউ মনে করেন, যে আমার কান্না ভেজা চোখে, মেকআপ না করা লুকে শঙ্খে ফুঁ দেওয়া নাটক ছিল, তাঁদের অবশ্যই জানা উচিত যে আমাদের সমাজে এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আমি এই পদক্ষেপ নিয়েছিলাম। যাঁরা মনে করে যে, তাঁরা সহজেই পালিয়ে যেতে পারেন এবং এই প্রতিবাদগুলি শেষ পর্যন্ত হারিয়ে যাবে, আমি নিশ্চিত এইবার, আমরা এটাকে আর নীরবে নিভে যেতে দেব না। আমরা এবার যুদ্ধে নামবো।’

আরও পড়ুন :  ৮৫ লক্ষ ফেরাল আরও এক ক্লাব! ‘মেয়ের বিচার’-এর দাবিতে পরপর প্রত্যাখ্যান পুজোর অনুদান

এরপরেই ভগবান শ্রীকৃষ্ণের উদাহরণ দিয়ে ঋতুপর্ণার দাবি, ‘ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ শুরু করার সময় এবং শেষ করার জন্য শঙ্খ বাজাতেন। তবে হ্যাঁ আমি একজন পেশাদার শঙ্খ বাদক নই এবং হ্যাঁ, আমি এটি বাজাতে পারফেক্ট নাও হতে পারি। আমার উদ্দেশ্য ছিল শুধু কথায় নয় বরং কর্মের মাধ্যমে বলা যে এটা সত্যি একটা যুদ্ধ। ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় নামব।’

আপনাদের সবাইকে নিয়েই আমার কলকাতা। আপনাদের জন্যই আমি আছি। এটা ন্যায়বিচারের জন্য যুদ্ধের সময়, তাই আমাদের অন্য কোনও মহিলাকে নিয়ে উপহাস করা উচিত নয়। নারী হিসাবে, আমরা একসঙ্গে এই লড়াই লড়ব, আমরা কাউকে ছাড় দেব না। আমাদের চিৎকারে হবে ন্যায়বিচার হবে।’ সবশেষে তিনি জানিয়েছেন দেশের বাইরে থাকায় তিনি আমি শিল্পী ফোরামের প্রতিবাদ মিছিলে যোগ দিতে পারেননি। তবে মন থেকে তিনি এই প্রতিবাদে মিছিলে সবসময় আছেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর