পরিবেশমানব সুন্দরলাল ভারতের পরিবেশ আন্দোলনের প্রথম পুরুষ

বাংলা হান্ট ডেস্ক : চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল যার কারণে আন্দোলনে এসেছে বড়োসড়ো পরিবর্তন।ইনি একাধারে আবার প্রত্যাখ্যান করেন সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ।এই বিরানব্বই বছর বয়সেও অনেক পরিবেশকর্মী অনুপ্রাণিত হয় তাঁকে দেখে।

গান্ধীজির মতাদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দেন স্বাধীনতার যুদ্ধে। জেলেও যেতে হয় তাঁকে। তারপর মাটি ক্ষয় পরিবেশ অবক্ষয় আটকানোর আন্দোলনেও যোগদান করেন।

1e916 922aece3 d322 42f4 aad3 a4b780e2bf89ইনিই সেই সুন্দরলাল বহুগুনা যার নেতৃত্বে চিপকো আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারতের অরণ্য নিধন আইনে এসেছিল বিরাট পরিবর্তন। তিনি দেশের মানুষকে এই বলে জাগ্ৰত করতে চান যে পরিবেশের বিপদে মানে আমাদের বিপদ। দেখা যাক আগামী দিনে মানুষ কতটা তার দেখানো পথে এগোনোর ক্ষমতা রাখে।

সম্পর্কিত খবর