বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ির সংস্থা টেসলা (Tesla) দিচ্ছে আয়ের সুবর্ণ সুযোগ। দিনে সাত ঘণ্টারও বেশি সময় ধরে মোটা স্যুট অথবা বর্ম পরে হাঁটতে পারবেন যারা তারা প্রতি ঘন্টায় কোম্পানির থেকে পাবেন ৪৮ ডলার বা ৫৭০৩ টাকা বেতন। এইভাবে প্রতিদিন প্রায় ৪০ হাজার টাকা রোজগারের সুযোগ থাকছে একজন কর্মচারীর।
কর্মসংস্থানের উদ্যোগ টেসলার (Tesla)
‘অপটিমাস’ নামের একটি নতুন প্রকল্পে হাত দিয়েছে টেসলা (Tesla)। এই প্রকল্পের অধীনে কর্মীদের হাঁটাচলার গতিবিধির ডেটা পর্যবেক্ষণ করা হবে হিউম্যানেড রোবটদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে। রোবটগুলির মোশন-ক্যাপচা টেকনোলজির উন্নতিতে সহায়তা করবে এই ডেটা। টেসলা সংস্থার সিইও ইলন মাস্ক ২০২১ সালে প্রথমবারের মতো সবার সামনে নিয়ে আসেন অপটিমাস ধারণাটি।
আরোও পড়ুন : চুপ করে থাকার দিন শেষ! RG Kar ইস্যুতে বিস্ফোরক উন্মেষ থেকে উষা! ধুয়ে দিলেন সরকারকে
এই রোবটগুলি কল-কারখানার কাজ থেকে শুরু করে সেবামূলক কাজ, সব ক্ষেত্রেই কাজে লাগবে। সেই উদ্দেশ্যে রোবটগুলিকে প্রশিক্ষণের জন্য সংস্থার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে প্রচুর সংখ্যক কর্মী। টেসলা (Tesla) মূলত ডেটা কালেকশন অপারেটর পদে নিয়োগ করতে চলেছে। জানানো হয়েছে ৫ ফুট ৭ ইঞ্চি থেকে ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মোশন-ক্যাপচার স্যুট ও ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরে কর্মীদের একটি বিশেষ রাস্তায় হেঁটে ডেটা সংগ্রহ, প্রতিবেদন লেখা, বিশ্লেষণ ও অন্যান্য কাজ করতে হবে। এছাড়াও প্রার্থীর ১৩ কেজি পর্যন্ত ভার বহন ক্ষমতা থাকতে হবে। নিযুক্তদের কাজ করতে হবে ক্যালিফোর্নিয়ার প্যালো আল্ট শহরে। এই কাজ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে টেসলার (Tesla) ক্যারিয়ার পেজে।