ইশা আম্বানিকে টক্কর দিতে তৈরি নেভিল! পেলেন বড় দায়িত্ব, রতন টাটার সাথে রয়েছে বিশেষ সম্পর্ক

বাংলা হান্ট ডেস্ক: দেশের সবচেয়ে বড় শিল্প উদ্যোগ টাটা গ্রুপে (Tata Group) এবার নতুন প্রজন্ম নেতৃত্ব নিতে শুরু করেছে। জানা গিয়েছে যে, ৩২ বছর বয়সী নেভিল টাটা স্টার বাজারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। উল্লেখ্য যে, স্টার বাজার হল টাটা গ্রুপের রিটেল কোম্পানি ট্রেন্ট লিমিটেডের হাইপারমার্কেট ইউনিট। ট্রেন্ট লিমিটেডের চেয়ারম্যান নোয়েল টাটার ছেলে হলেন নেভিল।

নেভিলের দিকে তাকিয়ে টাটা গ্রুপ (Tata Group):

এদিকে, নোয়েল হলেন রতন টাটার সৎ ভাই। বর্তমানে রতন টাটা গ্রুপের (Tata Group) হোল্ডিং কোম্পানি টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নেভিল টাটা গ্রুপের রিটেল সাবসিডিয়ার ট্রেন্ট হাইপারমার্কেটের বোর্ডে একজন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এদিকে, এক্সিকিউটিভ দায়িত্ব পেয়ে তিনি এই পদ থেকে পদত্যাগ করেছেন বলে সূত্র অনুযায়ী জানা গেছে।

Tata group Neville Tata got a big responsibility.

সূত্রটি আরও জানিয়েছে যে, নেভিল কয়েক বছর আগে টাটা গ্রুপের (Tata Group) হাইপারমার্কেট ব্যবসার সাথে যুক্ত ছিলেন। কিন্তু তারপরে পড়াশোনার জন্য তিনি বিদেশে চলে যান। এদিকে, ট্রেন্ট লিমিটেড তার হাইপারমার্কেট ব্যবসাকে পরবর্তী গ্রোথ ড্রাইভার হিসেবে দেখছে। ট্রেন্ট লিমিটেডের সিইও হলেন পি ভেঙ্কটেসলু। এদিকে, ট্রেন্টে ওয়েস্টসাইড, জুডিও এবং জারাও সামিল রয়েছে। বেইস বিজনেস স্কুলের ছাত্র নেভিল ২০১৬ সালে ট্রেন্ট লিমিটেডের অংশ হয়েছিলেন। তিনি ওই কোম্পানির প্যাকেটজাত খাবার এবং বেভারেজের নেতৃত্ব দেন। এরপর তিনি জুডিওর দায়িত্বেও ছিলেন। যেটি বর্তমানে দেশের বৃহত্তম পোশাক ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: ৩০০ টাকা লিটার দুধ, ৪০০ টাকা কেজি চাল! চরম সঙ্কটে “কাঙাল” পাকিস্তান, মুখ ফিরিয়ে নিল IMF

ইশা আম্বানির সঙ্গে টক্কর: সূত্র বলছে, এই ব্যবসার দায়িত্ব নেওয়ার সময় নেভিল নোয়েল টাটার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। তিনি ওই হাইপারমার্কেটের CEO বা কার্যকারী পরিচালক হিসেবে দায়িত্ব নিতে পারেন। জানিয়ে রাখি যে, নোয়েল টাটার মেয়েরাও টাটা গ্রুপের (Tata Group) কোম্পানিতে জড়িত। ৩৯ বছর বয়সী লিয়া টাটা সম্প্রতি ইন্ডিয়ান হোটেলসে গেটওয়ে ব্র্যান্ডের দায়িত্ব পেয়েছেন। তিনি কয়েক বছর ধরে এটিতে কাজ করেছেন। একইভাবে ৩৬ বছর বয়সী মায়া টাটাও টাটা ডিজিটালে কাজ করেন। তিনি নতুন যুগের অ্যানালিটিক্স এবং প্রযুক্তিতে আগ্রহী।

আরও পড়ুন: যাত্রীরাও ভয় পান টিকিট কাটতে! সামনে এল দেশের ১০ টি অপরিচ্ছন্ন রেল স্টেশনের নাম, প্রথমে রয়েছে…..

প্রসঙ্গত উল্লেখ্য যে, লিয়া, মায়া এবং নেভিলকে টাটা গ্রুপের পাঁচটি ট্রাস্টের ট্রাস্টি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ট্রাস্টগুলি স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্টের সাথে সংঘবদ্ধ। জানিয়ে রাখি যে, নোয়েল টাটা ভোল্টাসের চেয়ারম্যান এবং টাটা ট্রাস্টের একজন ট্রাস্টিও। টাটা সন্সে টাটা ট্রাস্টের ৬৬ শতাংশ শেয়ার রয়েছে। ট্রেন্ট হাইপারমার্কেট টাটা গ্রুপ (Tata Group) এবং ব্রিটিশ রিটেলার টেস্কোর মধ্যে একটি যৌথ উদ্যোগ। এটি ৬৬ টি স্টার বাজার হাইপার এবং সুপারমার্কেট চালায়। এদিকে, এর প্রধান প্রতিযোগিতা হল রিলায়েন্স রিটেলের সাথে। যেটি দেশের বৃহত্তম রিটেল কোম্পানি। এটির দায়িত্বে রয়েছেন মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর