গোটা বিশ্ব একাই তোলপাড় করে দেবে আদানি গ্রুপ! হাতে এল এই বড় কোম্পানি, এবারে হবে আসল খেলা

বাংলা হান্ট ডেস্ক: হিন্ডেনবার্গ রিসার্চের ধাক্কা থেকে মুক্তি পাওয়ার পরে, আদানি গ্রুপ (Adani Group) ফের দ্রুত প্রসারিত হতে শুরু করেছে। জানা গিয়েছে, আদানি গ্রুপের কোম্পানি আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (APSEZ) আরেকটি কোম্পানি কিনেছে। গ্রুপটি শুক্রবার বলেছে যে এটি গ্লোবাল OSV অপারেটর অ্যাস্ট্রো অফশোরে ৮০ শতাংশ শেয়ার কেনার জন্য একটি চূড়ান্ত চুক্তিতে প্রবেশ করেছে। এই অল-ক্যাশ-ডিল ১৮৫ মিলিয়ন ডলারে সম্পন্ন হয়েছে।

আদানি গ্রুপের (Adani Group) হাতে এল এই বড় কোম্পানি:

উল্লেখ্য যে, অ্যাস্ট্রো হল একটি অফশোর সাপ্লাই ভেসেল অপারেটর। যেটি উপসাগরীয় দেশ, ভারত, পূর্ব এশিয়া এবং আফ্রিকায় কাজ করে। এই কোম্পানির ২৬ টি জাহাজের বহর রয়েছে। যার মধ্যে অ্যাঙ্কর হ্যান্ডলিং টাগ এবং মাল্টিপারপাস সাপোর্ট ভেসেল রয়েছে। এই কোম্পানি মূলত ভেসেল ম্যানেজমেন্ট এবং এই সম্পর্কিত পরিষেবা প্রদান করে।

Adani Group has taken a big step again.

গত ৩০ এপ্রিলের পরিসংখ্যান অনুযায়ী এই কোম্পানির আয় ছিল ৯৫ মিলিয়ন ডলার এবং Ebitda ছিল ৪১ মিলিয়ন ডলার। অ্যাস্ট্রো-র গ্রাহকদের মধ্যে NMDC, McDermott, COOEC, Larsen & Toubro এবং Saipem অন্তর্ভুক্ত রয়েছে। এটি অফশোর কন্ট্রাকশন এবং ফ্যাব্রিকেশন ও অফশোর ট্রান্সপোর্টেশন মার্কেটে একটি বড় কোম্পানি হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: সেরিব্রাল পালসিকে দূরে সরিয়ে রেখে প্যারাঅলিম্পিক্সে ইতিহাস গড়লেন প্রীতি! ১০০ মিটার রেসে জিতলেন ব্রোঞ্জ

এদিকে, বিষয়টির পরিপ্রেক্ষিতে আদানি পোর্টের (Adani Group) সিইও অশ্বানি গুপ্তা জানিয়েছেন যে, “আমরা বিশ্বের বৃহত্তম মেরিন অপারেটর হতে চাই এবং অ্যাস্ট্রো অধিগ্রহণ এরই একটি অংশ। অ্যাস্ট্রো আসার সাথে সাথে আমাদের বহর আরও বাড়বে। এই মুহূর্তে আমাদের ১৪২ টি টাগ এবং ড্রেজার রয়েছে। এভাবে আমাদের বহরে মোট ১৬৮ টি জাহাজ থাকবে।”

আরও পড়ুন: আর নেই রেহাই, চিনের কারসাজিতে বিরাট সঙ্কটে মলদ্বীপ! সামনে এল ভয়াবহ তথ্য

এক মাসের মধ্যে চুক্তি সম্পন্ন হবে: গুপ্তা আরও বলেন, “অ্যাস্ট্রোর আগমন আরব উপসাগর, ভারতীয় উপমহাদেশ এবং সুদূর পূর্ব এশিয়ায় আমাদের অবস্থানকে শক্তিশালী করবে।” পাশাপাশি, অ্যাস্ট্রো অফশোরের এমডি মার্ক হামফ্রিজ বলেছেন যে, “কোম্পানিটি গত ১৫ বছরে দুর্দান্ত অগ্রগতি করেছে। এই সময়ে, আমরা আমাদের OSV ফ্লিটে বিনিয়োগ করেছি এবং আমাদের গ্রাহকদের সাথে সম্পর্ক গড়ে তুলেছি। APSEZ-এর (Adani Group) সাথে অংশীদারিত্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একসাথে, উভয় কোম্পানি সারা বিশ্বে তাদের ব্যবসা প্রসারিত করতে পারে।” আদানি পোর্টস বলেছে যে এই চুক্তির জন্য কোনও নিয়ন্ত্রক অনুমোদনের প্রয়োজন নেই এবং এই লেনদেন এক মাসের মধ্যে সম্পন্ন হবে বলে অনুমান করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর