অল্প বয়সেই বয়স্ক চরিত্র! ‘মিঠিঝোড়া’ খ্যাত ‘রাই’-এর আসল বয়স জানেন?

বাংলা হান্ট ডেস্ক : এখন প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় একজন টেলি অভিনেত্রী হলেন আরাত্রিকা মাইতি। এই মুহূর্তে দর্শকরা তাঁকে দেখছেন জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিঠিঝোড়া’তে (Mithijhora)। ইদানিং টিআরপি তালিকায় এই ধারাবাহিক সেভাবে ছাপ ফেলতে না পারলেও দর্শকদের কাছে কিন্তু মিঠিঝোড়া’ (Mithijhora) ব্যাপক জনপ্রিয়।

‘মিঠিঝোড়া’ (Mithijhora) সিরিয়ালের রাই আরাত্রিকার বয়স কত?

আসলে এই ধারাবাহিকের (Mithijhora) অন্যতম মূল ইউএসপি হলেন প্রধান নায়িকা রায়পূর্ণা ওরফে রাই (Rai)। এর আগেও  ব্যাপক জনপ্রিয় হয়েছিল আরাত্রিকা অভিনীত খেলনাবাড়ী সিরিয়াল। এই সিরিয়ালে মিতুল পালের চরিত্রে অভিনয় করে বিরাট খ্যাতি পেয়েছিলেন তিনি। খুব অল্প বয়স থেকেই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছে আরাত্রিকার (Aratrika Maity)।

খুব ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল তাঁর। তাই  টিভিতে নতুন সিরিয়ালের প্রোমো দেখে একা একাই আয়নার সামনে অভিনয় প্র্যাকটিস করতেন তিনি। আদতে ঝাড় গ্রামের মেয়ে আরাত্রিকা লকডাউনের সময় অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন কলকাতায়। সে সময় স্টুডিও পাড়ায় ঘুরে ঘুরে অডিশন দিয়েও সেভাবে সুযোগ পাননি তিনি।

তবে আরাত্রিকার  প্রথম সিরিয়াল ছিল জি বাংলার জনপ্রিয় মেগা করুণাময়ী রানী রাসমণি। এই ধারাবাহিকে খুবই ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর আরাত্রিকার  কাছে সুযোগ আসে ‘অগ্নিশিখা’ ধারাবাহিকে প্রধান নায়িকার  চরিত্রে অভিনয় করার।  সেই থেকেই অর্থাৎ ২০২১ সাল থেকেই শুরু হয় আরাত্রিকার অভিনয়ের সফর।

আরও পড়ুন :  ‘স্বচ্ছ ভারতের থেকে সুরক্ষিত ভারত বেশি প্রয়োজন!’ RG Kar কাণ্ডে নরেন্দ্র মোদিকে নিশানা শুভশ্রীর

দেখতে দেখতে ইতিমধ্যেই তিনি ইন্ডাস্ট্রিতে পার করে ফেলেছেন তিন বছর। নিজের নিখুঁত অভিনয়ের জোরেই এখন থেকেই অনেক বড় বয়সের  চরিত্রে অভিনয় করতে হয় তাঁকে।  কিন্তু জানলে অবাক হবেন বাংলা সিরিয়ালের রাই-এর  বয়স এখন সবেমাত্র ১৯। এখনও কলেজের গণ্ডিও পেরোননি তিনি। সাইকোলজি অনার্সের  প্রথম বর্ষের ছাত্রী তিনি। ভবিষ্যতে এই বিষয় নিয়েই পিএইচডি করার-ও স্বপ্ন রয়েছে তাঁর।

Mithijhora

প্রসঙ্গত মিঠিঝোড়া সিরিয়ালে যিনি আরাত্রিকার মেজ বোন নীলুর চরিত্রে অভিনয় করছেন অর্থাৎ দেবাদৃতা বসু  তিনি কিন্তু বাস্তব জীবনে আরাত্রিকার থেকে বয়সে বড়। এখানেই শেষ নয় সবথেকে মজার বিষয় হল  আগের সিরিয়াল ‘খেলনাবাড়ি’তে আরাত্রিকা  তখনও  স্কুলের গণ্ডি পেরোননি। সেই সময়েই  তিনি মিতুল মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। অথচ সিরিয়ালে যাঁরা   তাঁর ছেলেমেয়ে হয়েছিলেন তারা ছিলেন তার থেকে বয়সে বড়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর