বাংলাহান্ট ডেস্ক : আপনি কি ছোট কোনও ব্যবসা (Business) শুরু করার পরিকল্পনা করছেন? তাহলে স্বল্প বিনিয়োগে আপনারা শুরু করতে পারেন কার্ডবোর্ডের বাক্স তৈরির ব্যবসা। গোটা ভারত জুড়ে বাড়ছে কার্টনের চাহিদা। গত কয়েক বছরে গোটা দেশ জুড়েই বেড়েছে অনলাইন কেনাকাটা। এর ফলে দেশে কার্টনের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে পাল্লা দিয়ে।
ব্যবসা (Business) করেই বাজিমাত
বর্তমানে কার্ডবোর্ডের বাক্স তৈরির ব্যবসা (Business) অত্যন্ত লাভদায়ক হতে পারে আপনার জন্য।প্যাকেজিং কার্টনের চাহিদা গোটা দেশেই এখন তুঙ্গে। সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য যেমন টেলিভিশন, মোবাইল ফোন, রেফ্রিজারেটর ইত্যাদির প্যাকেজিং হয় এই বাক্স দিয়ে। অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি ভারতে পাল্লা দিয়ে বাড়ছে কার্টনের জনপ্রিয়তাও।
আরোও পড়ুন : এবার কপাল পুড়বে আম্বানির! ভারতে ঝড় তুলতে প্রস্তুত আফ্রিকার এই কোম্পানি, সামনে এল পরিকল্পনা
যে কোনো ব্যবসা (Business) শুরু করার আগে প্রয়োজন হয় মার্কেট রিসার্চ। বাজারে সেই পণ্যটির চাহিদা, প্রতিযোগিতায় ইত্যাদি সম্পর্কে ওয়াকিবহাল থাকা অত্যন্ত জরুরি। আপনারা এই ব্যবসা যদি শুরু করতে চান তাহলে প্রয়োজন হবে নূন্যতম ৫,৫০০ ফুটের জায়গা। এছাড়াও ব্যবসা শুরুর আগে দরকার হবে MSME রেজিস্ট্রেশন।
আরোও পড়ুন : দুর্দান্ত খবর! এবার চাকরির সুযোগ মিলবে SSKM হাসপাতালে, এই পদে হবে স্নাতক উত্তীর্ণদের নিয়োগ
MSME রেজিস্ট্রেশন থাকলে মিলবে সরকারি সাহায্য। এছাড়াও প্রয়োজন হবে ফ্যাক্টরি, পাওয়ার সার্কিট এবং জিএসটি রেজিস্টারের। নিজের জায়গায় যদি এই ব্যবসা (Business) শুরু করতে চান তাহলে কাঁচামালের পাশাপাশি প্রয়োজন হবে মেশিনের। সেক্ষেত্রে প্রায় ২০ লক্ষ টাকা মতো দাম হবে একটি অটো মেকানিক মেশিনের।
যদি ফুল মেকানিক মেশিন কিনতে চান তাহলে সেক্ষেত্রে দাম খানিকটা বৃদ্ধি পেতে পারে। ক্রাফট পেপার, হলুদ বোর্ড, আঠা এবং তারের মতো কাঁচামালগুলির প্রয়োজন হবে ব্যবসা শুরুর জন্য। যদি আপনারা পরিশ্রম ও বুদ্ধির সাথে এই ব্যবসা করতে পারেন তাহলে প্রতি মাসে ২ লক্ষ টাকা রোজগার কোনও ব্যাপারই নয়।