অধিনায়ক হিসেবে ধোনি-কোহলি-রোহিতের মধ্যে কে বেশি “চতুর”? রাখঢাক না রেখে জানিয়ে দিলেন অশ্বিন

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সম্প্রতি এমএস ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার অধিনায়কত্বের বিশেষ গুণ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা অশ্বিন এই তিন অধিনায়কের অধীনে প্রচুর ম্যাচ খেলেছেন। এমন পরিস্থিতিতে তিনি ধোনি, কোহলি এবং রোহিতের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন। এই তিন অধিনায়কের বিশেষত্ব বর্ণনা করতে গিয়ে অশ্বিন এটাও জানিয়েছেন যে, ধোনি, কোহলি এবং রোহিতের মধ্যে কে সবথেকে বেশি চতুর অধিনায়ক।

কি জানিয়েছেন অশ্বিন (Ravichandran Ashwin):

ক্রীড়া সাংবাদিক বিমল কুমারের ইউটিউব চ্যানেলে, অশ্বিন (Ravichandran Ashwin) প্রথমে এমএস ধোনি সম্পর্কে জানান, “খেলোয়াড়ের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, ধোনির অধিনায়কত্বে আমি একটি জিনিস খুব পছন্দ করেছি। তা হল খেলোয়াড়রা সেখানে স্থিরতা পায়। যখন ধোনি খেলোয়াড়কে সুযোগ দেয়, তখন সে তাকে দীর্ঘ খেলার সুযোগ করে দেয়। আপনি যদি জাড্ডু (রবীন্দ্র জাদেজা) বা সুরেশ রায়নার দিকে তাকান, ধোনি জাড্ডুকে ফিনিশারের ভূমিকায় খুব ভালোভাবে প্রস্তুত করেছিল এবং শেষ অবধি সেই ভূমিকায় খেলতে দিয়েছে। এতে লাভবান হয় ভারত। জাড্ডু আজ একজন দুর্দান্ত অলরাউন্ডার। তাই ধোনি যদি কাউকে চিনতে পেরে তাকে সাপোর্ট করে, তখন তাকে বেশি খেলার স্থায়িত্ব দেয়। আমি সত্যিই এমএস সম্পর্কে এই জিনিস পছন্দ করি। কিন্তু লোকেরা যা বলে যে সে শান্ত এবং এই সংক্রান্ত কথা, আমি সত্যিই বিশ্বাস করি না… সত্যি বলতে, তাকে শান্ত দেখায়।”

What Ravichandran Ashwin said about Dhoni-Kohli-Rohit.

কোহলির অধিনায়কত্ব সম্পর্কে অশ্বিন (Ravichandran Ashwin) বলেছেন, “বিরাট সবাইকে অনুপ্রেরণা দেয়। সে নিজে কাজ করে এবং তা অর্জন করে একটি উদাহরণ স্থাপন করে। সে সামনে থেকে নেতৃত্ব দেয়। বিরাট দলের কাছ থেকে যা প্রত্যাশা করে, তা সে নিজেই তুলে ধরে।

আরও পড়ুন: এবার কপাল পুড়বে আম্বানির! ভারতে ঝড় তুলতে প্রস্তুত আফ্রিকার এই কোম্পানি, সামনে এল পরিকল্পনা

অপরদিকে, অশ্বিন (Ravichandran Ashwin) অধিনায়ক রোহিত শর্মাকে ধোনি ও কোহলির চেয়ে বেশি “স্মার্ট” তথা চতুর বলেছেন। অশ্বিনের মতে, কোহলি-ধোনিও কৌশলগতভাবে শক্তিশালী। কিন্তু রোহিত তাঁদের চেয়ে বেশি শক্তিশালী।

আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! দুর্গাপুরে ব্যবসায়ীর কাছ থেকে ১.১ কোটি টাকা লুঠের ঘটনায় ২ পুলিশকর্মী সহ গ্রেপ্তার ৬ জন

হিটম্যান সম্পর্কে অশ্বিন (Ravichandran Ashwin) বলেন, “ওর সম্পর্কে দুই-তিনটি জিনিস খুব ভালো। রোহিত দলের পরিবেশ খুব হালকা রাখে এবং তা করার চেষ্টা করে। রোহিত খুব ভারসাম্যপূর্ণ এবং কৌশলগতভাবে শক্তিশালীও। এমএস এবং বিরাটও অধিনায়ক হিসেবে এমন। কিন্তু রোহিত কৌশলের দিকে বেশি মনোযোগ দেয়। যদি বড় ম্যাচ বা সিরিজ আসে, তখন রোহিত দল এবং কোচের সাথে বসে অ্যানালিটিক্স তৈরি করে। যেখানে ব্যাটারের দুর্বলতা কি, বোলারের কি পরিকল্পনা রয়েছে সমস্ত দিক যাচাই করা হয়। এটাই রোহিতের শক্তি এবং সে তার খেলোয়াড়দের ১০০ শতাংশ সমর্থনও করে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর