হাসিতেই গলে যায় মন! ছোট্ট মিহির কান্ড দেখে ‘থ’ নেটপাড়া

বাংলা হান্ট ডেস্ক : ইদানিং বাংলা সিরিয়ালের দর্শকদের মাতিয়ে রেখেছেন একজনই, তিনি হলেন দর্শকদের প্রিয় মিহি (Mihi)। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’তে মিহির (Mihi) চরিত্রে অভিনয় করে খুব অল্প দিনেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন মিহি অভিনেত্রী রাধিকা কর্মকার (Radhika Karmakar)। নামের মতোই মিষ্টি দেখতে মিহির (Mihi) হাসিতেই মন গোলে যায় দর্শকদের।

মিহির (Mihi) মিষ্টি অভিনয়

সিরিয়ালে সিঙ্গেল মাদার মধুবনীর সাথে মিহির মা-মেয়ে জুটির রসায়ন দারুন পছন্দ দর্শকদের। এতটুকু বয়সেই পুচকি মিহির অভিনয় মন ছুঁয়েছে বাংলা সিরিয়ালের দর্শকদের। এইটুকু বয়স থেকেই আয়নার সামনে দাঁড়িয়ে একা একাই অভিনয় করতে ভালবাসে রাধিকা। রাধিকাকে ক্যামেরার সামনে প্রথমবার দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরির মঞ্চে।

মিহির অভিনয়ে হাতেখড়ি হল কীভাবে?

সেখান থেকেই সে নজরে আসে চ্যানেল কর্তৃপক্ষের। এখন তিনিই দর্শকদের প্রিয় মিহি। সম্প্রতি তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল অভিনয় করতে কেমন লাগে তাঁর? জবাবে আদো আদো কথায় রাধিকা জানিয়েছিলেন, ‘মেকআপ করতে খুব ভালো লাগছে। এই সিরিয়ালে কাজ করতেও খুব ভালো লাগছে। আমার অভিনয় করতে ভালো লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে তো আমি অভিনয় করি।’

মিহির ফ্যান ফলোয়িং

সোশ্যাল মিডিয়াতেও এই খুদের দারুন ফ্যান ফলোয়িং। অভিনয় ছাড়াও এতটুকু বয়স থেকে নাচ গানেও দারুণ পারদর্শী মিহি। এখন থেকেই সোশ্যাল মিডিয়া স্টার সে।  মাত্র চার বছর বয়সেই ইনস্টাগ্রামে হাজার হাজার ফলোয়ার্স রাধিকার। নিয়মিত সোশ্যাল মিডিয়াতেও নানারকম রিলিস ভিডিওর পাশাপাশি ছবি কিংবা নাচ গানের ভিডিও শেয়ার করে নেন রাধিকা।

আরও পড়ুন :সুইটির ছুটির ঘন্টা বেজে গেছে! বিয়ে করেই ফিল্ডে নেমে পড়েছে ‘পর্ণা’, আসছে হাইভোল্টেজ পর্ব

পর্দার এই রাধিকার অফ স্ক্রিনেও নানান মুহূর্তের ছবি কিংবা ভিডিও দেখে মন খুশি হয়ে যায় অনুরাগীদের। খুব অল্প বয়স থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী রাধিকা। তাই এই শিশুশিল্পী শুধুমাত্র সোশ্যাল মিডিয়া স্টার হিসেবেই নয়, পিয়ানো বাজিয়েও মন জয় করেছেন দর্শকদের। অল্প বয়স থেকেই ঠাকুর ভক্তর রাধিকার জলের মতো মুখস্থ দুর্গা ঠাকুর, শিব ঠাকুর কিংবা সরস্বতী ঠাকুরের মন্ত্র।

মিহির ভাইরাল ভিডিও 

সম্প্রতি তেমনই গণেশ পুজো উপলক্ষে মন্ত্র পাঠ করে দর্শকদের চমকে দিয়েছে ক্ষুদে মিহি।  তাঁর এই বিশেষ প্রতিভা দেখে ভালোবাসায় ভরিয়েছেন  সকলেই। এদিন হাতে গণেশ ঠাকুর নিয়ে কমলা রঙের শাড়ি পরে সাজগোজ করে একেবারে স্পষ্ট উচ্চারণে অনর্গল গণেশ পুজার মন্ত্র পাঠ করে করতে দেখা গিয়েছে রাধিকাকে। শাড়ি পরে এদিন তাঁকে  অসম্ভব মিষ্টি দেখালেও সকলেরই মন ছিল রাধিকার মন্ত্র পাঠের দিকেই।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর