বাংলাহান্ট ডেস্ক : জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) আন্দোলনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনি মন্তব্য করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন মুখ্য সচিবের তরফে নবান্নে আলোচনার জন্য আবেদন জানিয়ে ইমেল পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের (Junior Doctors)। তার পালটা চার দফা দাবি জানিয়ে আরেকটি ইমেল করেন জুনিয়র ডাক্তাররা। শেষমেষ সে বৈঠক হয়নি। তারপরেই সাংবাদিক বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। এবার তার উত্তর দিলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)।
আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক, জবাব জুনিয়র ডাক্তারদের (Junior Doctors)
প্রথম থেকেই আন্দোলনে রাজনীতির রঙ লাগতে না দেওয়া নিয়ে জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) সতর্কতা চোখে পড়েছে। তাঁরা নিজেরা এ বিষয়ে বারংবার বলেছেন। এমনকি বুধবারও তাঁদের ধরনা স্থলে আচমকা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল উপস্থিত হলে তাঁকে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। তারপরেও এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্তব্য করেন, এমন আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। পালটা জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) উত্তর, ‘যারা এই মুহূর্তে রাজনীতি দেখছে, তারাই রাজনীতি করে’।
আরো পড়ুন : ‘পুজোয় আছি, উৎসবে নেই’, ছবি বয়কটের ডাক উঠতেই সাফাই স্বস্তিকার
ইমেলের আসেনি কোনো জবাব
নবান্নে আলোচনায় বসতে চেয়ে মুখ্য সচিবের ইমেলের পালটা ইমেলে চার দফা দাবির উল্লেখ করেছিলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। কিন্তু সেই শর্ত না মানায় শেষ পর্যন্ত বৈঠকে যোগ দেননি তাঁরা। এরপরেই নবান্নে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মুখ্য সচিব বৈঠকে বলেন, তাঁরা জুনিয়র ডাক্তারদের অনুরোধ করেছিলেন কাজে ফিরতে। গঠনমূলক আলোচনার জন্য সন্ধ্যা ছটায় তাঁদের নবান্নে ডাকা হয়েছিল। কিন্তু তাঁরা আসেননি, এটা দুর্ভাগ্যজনক।
আরো পড়ুন : আরজিকর কাণ্ডে পথে নামার ঘোষণা মিঠুনের, মহাগুরুর সঙ্গে ছবির মুক্তি পেছোলেন রাজ
দাবি মানলেই উঠবে আন্দোলন
এবার জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) উত্তর, ‘স্বাস্থ্যমন্ত্রী আপনারা নবান্নে, এসি ঘরে বসে হতাশ, আমরা রাজপথে বসে হতাশ’। কার্যত নিজেদের সিদ্ধান্তে অনড় জুনিয়র ডাক্তাররা। তাঁদের তরফে স্পষ্ট বলা হয়, যদি তাঁদের দাবি গুলিকে মান্যতা দেওয়া হয় তবে তাঁরা আন্দোলন তুলে নেবেন। তাঁদের দাবি অনুযায়ী, যতক্ষণ না অপসারণ হচ্ছে ততক্ষণ তাঁরা আন্দোলন চালাবেন।
জুনিয়র ডাক্তারদের বক্তব্য, ‘আমরা খোলা মনে আলোচনা চেয়েছি। তা সবার সামনে হোক। কিন্তু সেটা নিয়েও সরকার দর কষাকষি চালাচ্ছে’। তাঁরা আরো বলেন, ‘এই মুহূর্তে প্রশাসনের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না, আমাদের বোনের বিচার পাচ্ছি না। আমরা চাইছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা’। এখনো পর্যন্ত ইমেলের অপেক্ষায় রয়েছেন তাঁরা। ততক্ষণ চলবে আন্দোলন, স্নায়ুযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে স্পষ্ট বার্তা জুনিয়র ডাক্তারদের।