‘সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দিতে হবে’, কোন সাহেব? জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছক?

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর ইস্যুতে নিজেদের কর্মবিরতিতে এখনও অনড় জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। এক মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ৫ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে টানা ৪ দিন আন্দোলনরত তারা। রাতের ঘুম উড়েছে, নাওয়া-খাওয়া কিছুরই ঠিক নেই। আর গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর আরও বেড়েছে সেই আন্দোলনের ঝাঁঝ। এরই মাঝে এবার বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন এক সাংবাদিক বৈঠক করে কুণাল বলেন, ‘জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চের উপর হামলার ছক করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিড়ম্বনায় ফেলতেই ভয়ঙ্কর এই চক্রান্ত চলছে। গোটা ঘটনায় কুণালের নিশানা বামপন্থী যুব সংগঠন ও অতি বামপন্থী সংগঠনের দিকে।

শুধু মৌখিক দাবি নয়, এদিন একটি অডিও ক্লিপ শেয়ার করেন কুণাল। যেখানে দুই ব্যক্তির কথোপকথন চলছে। একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘সাহেব অর্ডার করেছেন উড়িয়ে দেওয়ার জন্য।’ অন্যজন পাল্টা বলেন, ‘অর্ডার করলে করে দে।’ (অডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট)।

কুণালের দাবি গতকাল নবান্ন বৈঠক ভেস্তে যাওয়ার পর জুনিয়র ডাক্তাররা উপর হামলার ছক কষা হচ্ছিল। তৃণমূল নেতার কথায়, যখন জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক করছিলেন, সেই সময় দু-তিনটি শিবির ভয়ঙ্কর প্লট তৈরি করছিল। তাদের উপর হামলা করতে হবে বলে ফোনে কথাবার্তা চলছিল।

Kunal Ghosh

আরও পড়ুন: রেডি রাখুন ছাতা! দু’ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের এই ৭ জেলায়: আবহাওয়ার খবর

কুণাল ঘোষ আরও বলেন, ‘কলকাতার বাইরের ছেলেমেয়ে দিয়ে হামলা চালানোর প্ল্যান করা হচ্ছিল, যাতে রাজ্য সরকারের উপর দায় চাপে। ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে। কী কথাবার্তা হচ্ছে, সেটা ওদের শিবির সূত্রেই বেরিয়ে আসছে। সবাই গণ্ডগোল-চক্রান্ত চাইছে এমনটা নয়। কিছু ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। নির্দিষ্টভাবে জুনিয়র ডাক্তারদের উপর হামলার চক্রান্ত হয়েছে’। পুলিশ-প্রশাসনকে কুণালের অনুরোধ, কোনও বহিরাগত যাতে সেখানে ঢুকতে না পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর