১৫ জুলাই ISRO থেকে রওনা দেবে চন্দ্রায়ন ২

 

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৫ জুলাই চন্দ্রায়ন ২ শুরু করবে যাত্রা। বুধবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান কে শিবন বৈঠক করে এই কথা জানালেন সাংবাদিকদের। তিনি জানিয়েছেন চন্দ্রায়ন-২  লঞ্চ করা হবে রাত ২.৫১ মিনিটে।

 

ইসরো চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, ‘এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ ১৫ মিনিট। এর আগে ইসরো এত কঠিন মিশন করেনি।’ জানা গেছে চাঁদে পৌঁছনোর জন্য চন্দ্রায়ন-১ এ যে প্রযুক্তির ব্যবহার হয়েছিল, সেই প্রযুক্তিই ব্যবহৃত হবে চন্দ্রায়ন-২ তেও। তবে তিনি জানিয়েছেন চাঁদের মাটিতে নামার প্রক্রিয়া এবারে সম্পুর্ণ ভিন্ন পদ্ধতিতে করা হবে।

6fb6f img 20190612 wa0026

৬০৩ কোটি টাকা খরচ পড়েছে এই অভিযানে। এছাড়া আরও ৩৭৫ কোটি টাকা খরচ হবে লঞ্চিং-এর জন্য। কে শিবন জানিয়েছেন ৫০০টি বিশ্ববিদ্যালয় এবং ১২০টি শিল্পক্ষেত্র থেকে এই অভিযানের আর্থিক সাহায্য এসেছে। জানা গেছে ৩.৮ টন ওজন চাঁদের পথে পাড়ি দিতে চলা এই মহাকাশযানটির। চন্দ্রায়ন-২ যাত্রা করবে ১৬ দিন ধরে।

সম্পর্কিত খবর