প্রধানমন্ত্রী মোদীর কাশ্মীর সফরের আগে উত্তপ্ত ভূস্বর্গ! শুরু এনকাউন্টার, নিকেশ একাধিক সন্ত্রাসবাদী

বাংলা হান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। ঠিক এই আবহেই শনিবার সেখানে জনসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত ৪২ বছরে এই প্রথম কোনও প্রধানমন্ত্রী কাশ্মীরে কোনও সমাবেশে ভাষণ দিচ্ছেন। তবে, নিরাপত্তার দিক থেকেও এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এদিকে, প্রধানমন্ত্রী মোদীর কাশ্মীর সফরের আগে সেখানে এনকাউন্টারে খতম হয়েছে সন্ত্রাসবাদীরা। উল্লেখ্য যে, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট হবে আগামী ১৮ সেপ্টেম্বর। দ্বিতীয় দফার ভোট হবে ২৫ সেপ্টেম্বর এবং তৃতীয় দফায় ভোট হবে ১ অক্টোবর। এদিকে, ভোট গণনা হবে আগামী ৪ অক্টোবর।

প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) কাশ্মীর সফরের আগে উত্তপ্ত ভূস্বর্গ:

সাম্প্রতিক হামলা: জানিয়ে রাখি যে, এই বছর ভূস্বর্গে বিভিন্ন সন্ত্রাসবাদী হামলায় এখনও পর্যন্ত ১৪ জন নিরাপত্তা কর্মী শহিদ হয়েছেন। এছাড়াও, ১১ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি, নিরাপত্তা বাহিনী সেখানে ১১ জন সন্ত্রাসবাদীকে হত্যা করেছে। এমতাবস্থায়, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) সমাবেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

The encounter started ahead of PM Narendra Modi visit to Kashmir.

এর পাশাপাশি বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও এই কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, জম্মু ও কাশ্মীরে প্রতিনিয়ত সন্ত্রাসবাদী হামলা হচ্ছে। গত শুক্রবার কিশতওয়ার জেলার উপরিভাগে সন্ত্রাসবাদীদের সাথে সংঘর্ষে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) সহ দুই সেনা কর্মী শহিদ হয়েছেন এবং দু’জন আহত হয়েছেন। এছাড়াও, শুক্রবার গভীর রাতে বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে একটি এনকাউন্টার হয়। যেখানে ৩ জন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে শুরু যুদ্ধের প্রস্তুতি! চেন্নাই পৌঁছল টিম ইন্ডিয়া, শুরু হল অনুশীলন

প্রসঙ্গত উল্লেখ্য যে, শনিবার জম্মু ও কাশ্মীরের ডোডায় এক জনসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী এবং জম্মু ও কাশ্মীর বিজেপির নির্বাচনী ইনচার্জ জি কিষাণ রেড্ডি এই তথ্য আগেই জানিয়েছিলেন। তিনি জানান যে নরেন্দ্র মোদীই হবেন প্রথম প্রধানমন্ত্রী যিনি গত ৪২ বছরে প্রথম ডোডা সফর করবেন।

আরও পড়ুন: বিপদে পড়েছে প্রতিবেশী মলদ্বীপ, বিবাদ ভুলে সাহায্য করতে প্রস্তুত ভারত! সামনে এল বড় আপডেট

জানিয়ে রাখি যে, বিজেপির স্টার ক্যাম্পেনার লিস্টে সামিল রয়েছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। ডোডা স্পোর্টস স্টেডিয়ামে সমাবেশে ভাষণ দিচ্ছেন তিনি। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ঘোষণার পর প্রথমবারের মতো সেখানে পৌঁছলেন প্রধানমন্ত্রী। বিজেপির তরফে ডোডায় গজয় সিং রানা এবং ডোডা পশ্চিম থেকে শক্তি রাজ পরিহারকে প্রার্থী করেছে। এছাড়াও, আগামী ১৯ সেপ্টেম্বর ফের শ্রীনগর সফর করবেন প্রধানমন্ত্রী মোদী।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর