শেষ হবে দীর্ঘ ১,৩০০ দিনের অপেক্ষা! পন্থের পাশাপাশি টেস্টে প্রত্যাবর্তন ভারতের এই তারকা প্লেয়ারের

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি সম্পন্ন হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এদিকে, এই সিরিজ ভারতের (India) উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতে চলেছে। কারণ, দীর্ঘ অপেক্ষার পর ভারতীয় টেস্ট দলে ফিরবেন তিনি। এছাড়াও, পন্থের পাশাপাশি ভারতের আরও একজন তারকা খেলোয়াড়ের দিকেও এবারে নজর থাকবে সকলের। মূলত, অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও বহুদিন পর টেস্ট খেলতে চলেছেন।

বহুদিন পর টেস্ট খেলতে চলেছেন ভারতের (India) অভিজ্ঞ স্পিনার:

প্রসঙ্গত উল্লেখ্য যে, রবিচন্দ্রন অশ্বিন টেস্টে টিম ইন্ডিয়ার (India) অন্যতম গুরুত্বপূর্ণ বোলার। ইতিমধ্যেই চেন্নাইতে টেস্ট ম্যাচের প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। এই টেস্ট ম্যাচটি তাঁর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ১,৩০০ দিন পর এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই টেস্ট ম্যাচ খেলবেন অশ্বিন।

This star player of India is going to make a comeback in tests.

জানিয়ে রাখি, ২০২১ সালে চেন্নাইয়ের এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চিপক স্টেডিয়ামে অশ্বিনের পরিসংখ্যানও বেশ চমকপ্রদ। বলের পাশাপাশি ব্যাট হাতেও তিনি সফল হয়েছেন এই মাঠে।

আরও পড়ুন: খেল খতম বাংলাদেশের! চেন্নাই টেস্টের আগে রোহিতের মাস্টারস্ট্রোক, করা হচ্ছে “বিশেষ পরিকল্পনা”

চিপকে অশ্বিনের দাপট: এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রবিচন্দ্রন অশ্বিন এখনও পর্যন্ত ৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন। যেখানে তিনি মোট ৩০ টি উইকেট নিয়েছেন। এদিকে, অশ্বিনের ৪ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজিরও রয়েছে। শুধু তাই নয়, ব্যাটার হিসেবেও তিনি ওই ম্যাচগুলিতে ৩৮.১৬ গড়ে ২২৯ রান করেছেন। ওই স্টেডিয়ামে নিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিন মোট ৮ উইকেট নিয়েছিলেন এবং একটি সেঞ্চুরির ইনিংসও খেলেছিলেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৪৮ বলে ১০৬ রান করেন তিনি। যার মধ্যে ছিল ১৪ টি চার ও ১ টি ছক্কা।

আরও পড়ুন: “আমি এখানে….”, মহাকাশে ৪২০ কিমি দূর থেকে সাংবাদিক সম্মেলন সুনীতার! জানালেন “দুঃখের কথা”

টিম ইন্ডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার: প্রসঙ্গত উল্লেখ্য যে, রবিচন্দ্রন অশ্বিন এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার (India) হয়ে ১০০ টি টেস্ট ম্যাচ খেলেছেন। যেখানে অশ্বিন ২৩.৬৫ গড়ে ৫১৬ টি উইকেট নিয়েছেন। ৩৬ টি ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন অশ্বিন। এছাড়া তিনি ৩,৩০৯ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৫ টি সেঞ্চুরিও। অন্যদিকে, আমরা যদি বাংলাদেশের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, তিনি বাংলাদেশের বিরুদ্ধে ৬ টি টেস্ট ম্যাচে ২৩ টি উইকেট নিয়েছেন এবং ১৫৭ রান করেছেন। যার মধ্যে তাঁর সর্বোচ্চ রান হল ৫৮।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর