এবার কাজে ফিরুন! সুপ্রিম-শুনানির পরদিনই ‘আসরে’ নামলেন অভিষেক, কী কী লিখলেন TMC সেনাপতি?

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার রাতেই জুনিয়র চিকিৎসকরা ঘোষণা করেছেন, কর্মবিরতি চলবে। বুধবার সকালেই ফের বৈঠকের ইচ্ছেপ্রকাশ করে মুখ্যসচিবকে মেল করেছেন আন্দোলনকারীরা। এরপরেই এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চিকিৎসকদের এবার কর্মবিরতি তুলে নেওয়ার কথা ভেবে দেখা উচিত, লিখলেন তিনি।

  • সমাজমাধ্যমে কী লিখলেন অভিষেক (Abishek Banerjee)?

বুধবার সকালে তৃণমূল (Trinamool Congress) সেনাপতি লেখেন, ‘প্রথম দিন থেকে নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে চিকিৎসকদের চিন্তাকে আমি সমর্থন করেছি। সবসময় বলেছি, কয়েকটা বাদ দিয়ে তাঁদের অধিকাংশ চিন্তাই যুক্তিযুক্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং পশ্চিমবঙ্গ সরকার শীর্ষ আদালতে যা জানিয়েছে সেই অনুযায়ী, ডাক্তারদের নিরাপত্তা এবং সুরক্ষার খাতিরে অধিকাংশ কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্যের মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল জুড়ে পরিকাঠামোগত উন্নতি, সিসিটিভ ক্যামেরা বসানোর কাজও চলছে। আগামী ১৪ দিনের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে’।

  • ‘চিকিৎসকদের কাজে ফেরার কথা বিবেচনা করা উচিত’

অভিষেক (Abhishek Banerjee) লেখেন, ডাক্তারদের দাবি অনুযায়ী ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিককে বদলি করা হয়েছে। তৃণমূল সেনাপতির কথায়, ‘সদিচ্ছার ইঙ্গিত হিসেবে চিকিৎসকদের এবার কর্মবিরতি তুলে নেওয়ার কথা বিবেচনা করা উচিত। সেই সঙ্গেই জনগণের সেবা এবং এই পরিবর্তনগুলিকে সুষ্ঠুভাবে অবিলম্বে কার্যকর করতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করা উচিত’।

আরও পড়ুনঃ পর্দা নয়, বাস্তবের ‘দাবাং’ অফিসার! কে এই মনোজ বর্মা? নতুন সিপির আসল পরিচয় মাথা ঘুরিয়ে দেবে

নিজের পোস্টে সিবিআইয়ের (CBI) ‘রেকর্ড’এর কথাও স্মরণ করিয়ে দিয়েছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ লেখেন, কোনও অপরাধী যাতে ছাড় না পায় সেটা সুনিশ্চিত করার পাশাপাশি দ্রুত সাজা দিতে হবে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড লেখেন, ‘সিবিআইয়ের রেকর্ড ঘাঁটলেই দেখা যায়, বিগত ১০ বছরে ওরা একটা তদন্তও সম্পন্ন করেনি। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড’।

Abhishek Banerjee

উল্লেখ্য, সোমবার কালীঘাটের বাসভবনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা জানান, আন্দোলনকারীদের সিংহভাগ দাবি মেনে নেওয়া হয়েছে। অনেকেই আশা করেছিলেন, এবার হয়তো কর্মবিরতি প্রত্যাহারের পথে হাঁটবেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু তেমনটা হয়নি। গতকাল রাতে ঘোষণা করা হয়, কর্মবিরতি চলবে। এরপরেই এই পোস্ট করলেন অভিষেক (Abhishek Banerjee)। এদিকে আবার ফের বৈঠকে বসতে চেয়ে মুখ্যসচিবকে মেল করেছেন আন্দোলনকারীরা। পাল্টা কী উত্তর আসে সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর