বাংলা হান্ট ডেস্ক : একসাথে অভিনয়ের সুবাদেই নায়ক-নায়িকাদের (Serial Actress) মধ্যে প্রেমের সূত্রপাত হওয়ার বিষয়টি নতুন নয় একেবারেই। বাংলা থেকে হিন্দি উভয় বিনোদন জগতেই এমন সেলিব্রেটি কাপলদের উদাহরণ রয়েছে প্রচুর। তবে এঁরা প্রত্যেকেই যে সুখে শান্তিতে সংসার করছেন এমনটা কিন্তু নয়। এক সময় সম্পর্কে জড়ালেও প্রেম ভেঙেছে অনেক সেলেব কাপলদের।
সম্পর্ক টিকিয়ে রাখতে কালা জাদু করেছেলন এই সিরিয়ালের নায়িকা (Serial Actress)
একসময় জিটিভির পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় হিন্দি সিরিয়াল ছিল, ‘বানু মে তেরি দুলহান’। বিদ্যা এবং সাগরের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী (Serial Actress) দিব্যাঙ্কা ত্রিপাঠি (Divyanka Tripathi) এবং অভিনেতা শরৎ মালহোত্রা (Sharad Malhotra)। জনপ্রিয় এই মেগা সিরিয়ালটি (Serial Actress) ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা তিন বছর ধরে রমরমিয়ে চলেছিল এই সিরিয়াল।
একসাথে অভিনয়ের সুবাদেই প্রথম আলাপ হয়েছিল এই জুটির। সাগর-বিদ্যার পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে। দীর্ঘ ৭ বছর ধরে গোপনে প্রেম করেছিলেন তাঁরা। কিন্তু শুরুতে নিজেদের সম্পর্কের নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দিব্যাঙ্কা-শরৎ। শেষ পর্যন্ত ২০১৫ সালে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন এই জুটি।
কিন্তু দুঃখের বিষয় সম্পর্কের কথা প্রকাশ্যে আসার মাত্র কিছুদিনের মধ্যেই সম্পর্ক ভেঙে যায় প্রেম। তবে ব্রেকআপের কিছুদিন পরেই ‘ইয়ে হ্যায় মহব্বতে’ সিরিয়ালের সহ-অভিনেতা বিবেক দাহিয়াকে ২০১৬ সালেই বিয়ে করে নেন অভিনেত্রী। অন্যদিকে ২০১৯ সালে, শারদও রিপসি ভাটিয়াকে বিয়ে করেন। এই মুহূর্তে তাঁরা দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন।
আরও পড়ুন : এখনই শেষ হচ্ছে না ‘অনুরাগের ছোঁয়া’! বড় হয়ে গেল সোনা-রুপা, এসে গেল ধামাকা প্রোমো
তবে একটা সময় প্রাক্তন প্রেমিক শরৎ-এর প্রেমে পাগল ছিলেন দিব্যাঙ্কা। তাঁর জন্য সমস্ত সীমা অতিক্রম করেছিলেন অভিনেত্রী। খুব ব্যস্ত শিডিউলের মধ্যেও শরৎ এবং তাঁর পরিবারের জন্যও সময় বার করে নিতেন। সম্পর্ক গুরত্ব দিতেই নিজের ঘুম নষ্ট করেও কথা বলতেন প্রেমিকের সাথে। দীর্ঘ দিনের সম্পর্কে ফাটল ধরতেই প্রেমিককে নিজের জীবনে ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করেছিলেন অভিনেত্রী।
প্রেমে পাগল দিব্যাঙ্কা শরৎকে নিজের কাছে ধরে রাখার জন্য সব রকম চেষ্টা করেছিলেন। একবার ব্রেকআপ নিয়েই রাজীব খান্ডেলওয়ালের টক শো ‘জস বাত’-এ মুখ খুলেছিলেন দিব্যাঙ্কা। এমনকি তাঁর জন্য নাকি তিনি কুসংস্করের বশবর্তী হয়ে কালা জাদু পর্যন্ত করেছিলেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার