‘ফুলকি’র মাস্টারস্ট্রোক! ভরা জনসভায় খসে পড়ল রুদ্রর মুখোশ

বাংলা হান্ট ডেস্ক : সাপ্তাহিক টিআরপি আসতে না আসতেই জি বাংলার ‘ফুলকি’ (Phulki) সিরিয়ালে এসে গেল জমজমাট পর্ব। এবার এই সিরিয়ালের দর্শকদের বহুদিনের দাবি ছিল খলনায়ক রুদ্র (Rudra) ওরফে রুদ্ররূপের আসল চেহারা সকলের সামনে নিয়ে আসা হোক। এবার সেই বহু প্রতীক্ষিত পর্বই আসতে চলেছে এই মেগা সিরিয়ালে।

রুদ্রর মুখোশ খুলল ফুলকি (Phulki)

নায়িকা ফুলকির (Phulki) মাস্টারস্ট্রোকেই সেই অসম্ভব এবার সম্ভব হতে চলেছে। কিছুদিন আগেই যদিও এই আভাস দর্শকদের দিয়েছিলেন খোদ নায়িকা। রুদ্রর করা নতুন ব্রিজ ভেঙে পড়ায় পিয়াল আরও অনেকে আহত হওয়ায় ফুলকি (Phulki) রুদ্রকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়েছিল সে সকলের সামনে রুদ্রর মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে।

এবার সেই কাজই করে দেখাল ফুলকি। তাই  ভরা জনসভায় অন ক্যামেরা রুদ্রর মুখোশ সবার সামনে ফাঁস করে দিল ফুলকি দাস। বহুদিন পর ধারাবাহিকের এমন একটা রুদ্ধশ্বাস পর্ব দেখে দারুন খুশি হয়েছেন দর্শকরাও। গত পর্বেই দর্শক দেখেছেন রুদ্রর মুখোশ খোলার আগে তার ডেরা থেকে দেবদাসকে ছাড়িয়ে এনেছে ফুলকি।

তারপর তাকে নিয়ে সোজা ফুলকি হাজির হয় ভরা জনসভায়। সেখানে গিয়ে প্রথমেই রুদ্রর ভাষণ বানচাল করে দেয় ফুলকি। কিন্তু আচমকা তাঁকে  সেখানে দেখে চমকে ওঠে রুদ্র আর ইশিতা। ধারাবাহিকের গত পর্বেই দর্শক দেখেছেন ফুলকি দেবদাসকে সকলের সামনে এনে হাজির করেছে।

আরও পড়ুন : ‘বি গ্রেড, সি গ্রেড শিল্পী’! তৃণমূল সাংসদ সৌগতর কটাক্ষের জবাবে তুলিকার প্রশ্ন ‘আপনি জেড গ্রেডেড তো’?

তাই মিডিয়ার সামনে দাঁড়িয়ে একের পর এক ফাঁস করে চলে গুণধর  রুদ্রর কীর্তিকলাপ। ফুলকি তার আসল মুখোশটা টেনে খুলে ফেলতেই পালাবার পথ খুঁজতে শুরু করে রুদ্র। অন্যদিকে রায়চৌধুরী বাড়ির সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কর হয়ে যায় রুদ্রর আসল চেহারা। এবার দেখার বিষয় রুদ্র কি আদৌ কোনো শাস্তি পাবে? নাকি এবারও সে ছাড়া পেয়ে যাবে।

প্রসঙ্গত ফুলকির এই পর্ব দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক। তাই প্রশংসায় ভরিয়ে দিয়েই সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী লিখেছেন, ‘গল্পের এই পর্যায় এসে এরকম মোড় যথোপযুক্ত। রুদ্ররূপের মুখোশ তো একেবারে খুলবে না। কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাবে। আর অংশুমান, পারমিতাকে বিয়ের পর্বগুলোয় যথেষ্ট প্রাধান্য দেওয়া হয়েছিল। প্রধান চরিত্রদের থেকে‌ও। অত্যন্ত বিরক্তিকর ছিল। এখন যেই গল্প চলছে, একদম ঠিক জায়গায় আছে। রোহিত, ফুলকির অ্যাকশন দুর্দান্ত। এরপর আশা করি ওদের খুব সুন্দর মুহূর্ত দেখতে পাব।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর