বিদেশেও নেই শান্তি! হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে হল প্রতিবাদ, নিউইয়র্কে ইউনূস শুনলেন “গো ব্যাক” স্লোগান

বাংলা হান্ট ডেস্ক: এবার আমেরিকার নিউইয়র্কে বাংলাদেশের (Bangladesh) প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তীব্র বিক্ষোভের মুখে পড়লেন। মূলত, নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা আমেরিকা সফরে যাওয়া মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই বিক্ষোভ প্রদর্শন করেন।

বাংলাদেশের (Bangladesh) প্রধান উপদেষ্টা শুনলেন “গো ব্যাক” স্লোগান:

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস যে হোটেলে পৌঁছেছিলেন তার বাইরে বাংলাদেশি নাগরিকরা জড়ো হয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ইউনূসের বিরুদ্ধে “গো ব্যাক” স্লোগান দেন। পাশাপাশি, তাঁর উদ্দেশ্যে কালো পতাকাও দেখানো হয়। আন্দোলনকারীরা বলেন, বাংলাদেশে হিন্দুরা নিরাপদে নেই। এছাড়াও, ওই দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভালো নয় বলেও দাবি করেন তাঁরা।

Muhammad Yunus heard the Go Back slogan.

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ৭৯ তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) অংশ নিতে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কোনও বৈঠক করেননি তিনি। এই বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেইন জানান, এমন কোনও সম্ভাবনা নেই। মোদী সেখানে একটু দ্রুত পৌঁছেছেন। আর ইউনূস একটু পরে যাচ্ছেন।

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে পাল্টে যাচ্ছে পিচ! ভারতীয় দলের ক্ষমতা বাড়াতে এন্ট্রি নেবেন এই তারকা প্লেয়ার

এদিকে, গত শনিবার তিন দিনের আমেরিকা সফরে যান মোদী। যেখানে তিনি উইলমিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত কোয়াড সামিটে অংশগ্রহণ করেন এবং নিউইয়র্কে ইউএনজিএ-তে সামিট অফ ফিউচারে ভাষণ দেন।

আরও পড়ুন: ইজরায়েলের হামলার পর লেবাননের পাশে দাঁড়াল চিন! সাহায্যের আশ্বাস দিয়ে কি জানাল বেজিং?

হুসেইন জানান, ইউনূস নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, মার্কিন বিদেশমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার প্রধান, ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট এবং ইউএসএআইডি প্রশাসকের সাথে কথা বলেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর