আচমকা বড় ধাক্কা! বৃষ্টি মাথায় দোকানে ছুটছেন সোনা প্রেমীরা, কলকাতায় কত দাম?

বাংলা হান্ট ডেস্ক : যা দিন-কাল পড়েছে তাতে এবার সোনা শুধু দোকানের শোকেস থেকে দেখেই বাড়ি ফিরে আসতে হবে। এমনিতেই পুজোর বাজার। তাতে এই ভাবে লাফিয়ে সোনার দাম (Gold Price) বাড়তে থাকলে সোনার দোকান থেকে খালি হাতেই বাড়ি ফিরতে হবে সোনা প্রেমীদের। মাঝে কিছুটা স্বস্তি মিললেও আবার লাফিয়ে দাম বাড়ছে সোনার (Gold Price)। যার ফলে এবারের পুজোয় সোনা মধ্যবিত্তের নাগালের বাইরে।

কলকাতায় সোনার দাম (Gold Price) কত?

তবে একথা ঠিক সোনার দাম বাড়লেও কিন্তু দোকানে সোনার দোকানে ভিড় কমছে না। দামের চিন্তা না করে বেশি দামেই সোনা কিনতে ছুটছেন একদল মানুষ। তবে আজ হলুদ ধাতু ঊর্ধ্বমুখী হলেও খানিকটা দাম কমেছে রুপোর। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনার দাম (Gold Price) কত?

   
  • ২৪ ক্যারেট সোনার দাম কত?

পুজোর আগেই আবার মাথায় হাত সোনা প্রেমীদের। আজ অর্থাৎ সোমবার ২৫ সেপ্টেম্বর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ হবে ৭ হাজার ৬৩৭ টাকা। যারফলে আজ সপ্তাহের শেষে কলকাতায় ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনা কিনতে খরচ হবে ৭৬ হাজার ৩৭০ টাকা। হিসাব বলছে গতকালের তুলনায় আজ ১০০ টাকা বাড়ল সোনার দাম।

  • ২২ ক্য়ারেট সোনার দাম কত ?

সোমবার কলকাতায় ২২ ক্যারেটের সোনার দামেও রয়েছে বিরাট পার্থক্য। জানা যাচ্ছে, আজ ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৭ হাজার ১ টাকা। তাই আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্য়ারেট সোনা কিনতে গেলে খরচ হবে মোট ৭০ হাজার ১০ টাকা।

আরও পড়ুন : স্মৃতি সুমধুর নয়! দুর্গাপুজো আসলেই কেন কলকাতা ছাড়েন দেবশ্রী রায়?

  • ১৮ ক্যারেট সোনার দাম-

আবার একধাক্কায় বেড়ে গিয়েছে ১৮ ক্যারেট সোনার দামও। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা কিনতে খরচ হবে ৫ হাজার ৭২৮ টাকা। একইভাবে আজ ১০ গ্রাম ওজনের সোনা কিনতে খরচ হবে ৫৭ হাজার ২৮০ টাকা।

Gold Price

  • রুপোর দাম-

আজ স্বস্তির খবর একটাই সোনার দাম লাফিয়ে বাড়লেও অনেকটাই সস্তা হয়েছে রুপো। বুধবার কলকাতায় ১০০ গ্রাম ওজনের রুপো কিনতে খরচ হবে মোট ৯ হাজার ২৮০ টাকা। অর্থাৎ ১ কেজি রুপো কিনতে গেলে খরচ হবে মোট ৯২ হাজার ৮০০ টাকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর