নিজের ভ্যানে ডেকে নিয়ে যান শাহরুখ, তারপর… বলিউড বাদশাকে নিয়ে কী অভিজ্ঞতা নায়কের!

বাংলাহান্ট ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির কিং শাহরুখ খান (Shahrukh Khan)। বড়পর্দায় রোম্যান্সকে নতুন সংজ্ঞা দিয়েছেন তিনি। শাহরুখ বলতে (Shahrukh Khan) অজ্ঞান বহু ভক্ত। কিন্তু বাস্তব জীবনে শাহরুখ (Shahrukh Khan) কেমন? ক্যামেরার নেপথ্যে ব্যক্তি শাহরুখ ঠিক কেমন তা প্রকাশ করেছেন অভিনেতা গুরুদাস মান। শাহরুখ (Shahrukh Khan) অভিনীত ‘বীর জারা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

শাহরুখকে নিয়ে মুখ খোলেন অভিনেতা

বীর জারা ছবিতে ছোট চরিত্রেই অভিনয় করেছিলেন গুরুদাস। তবে ব্যক্তিগত স্তরে শাহরুখকে (Shahrukh Khan) চেনার সুযোগ পেয়েছিলেন তিনি। এর জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন গুরুদাস। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শাহরুখজি’ তাঁকে খুবই ভালোবাসেন। একসঙ্গে বীর জারা ছবিতে যখন কাজ করেছিলেন তখন শাহরুখ (Shahrukh Khan) তাঁকে যেভাবে আলিঙ্গন করেছিলেন তা এখনো মনে রেখে দিয়েছেন তিনি।

আরো পড়ুন : অথৈ জলে ঘাটাল মাস্টার প্ল্যান, এবার বলাগড় মাস্টার প্ল্যানের ঘোষণা সাংসদ রচনার

বাস্তবে অভিনেতা কেমন

স্মৃতি রোমন্থন করে গুরুদাস বলেন, নিজের ভ্যানে তাঁকে নিয়ে গিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan) । একসঙ্গে খাওয়াদাওয়া করেছিলেন তাঁরা। তারপর গাড়িতে করে তাঁকে বাড়িও পৌঁছে দিয়েছিলেন অভিনেতা। ব্যক্তি শাহরুখের (Shahrukh Khan) ভূয়সী প্রশংসা করতে শোনা যায় গুরুদাসকে।

আরো পড়ুন : বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, ‘শুধুই যৌন আকর্ষণ…’, স্বরাকে নিয়ে বিষ্ফোরক স্বামী ফাহাদ

শাহরুখের প্রশংসা গুরুদাসের

অভিনেতা বলেন, শাহরুখের (Shahrukh Khan) স্বভাব খুবই ভালো। অপর মানুষদের সঙ্গে আচার, ব্যবহার, নম্রতা এগুলোই একজন মানুষকে শিল্পী বানায়। এগুলো না থাকলে কেউ গুরুত্ব দেয় না। তিনি এও জানান, বীর জারা ছবিতে তাঁর চরিত্রটি ছোট হলেও শাহরুখ (Shahrukh Khan) তাঁকে যথাযোগ্য সম্মান দিয়েছিলেন।

Shahrukh Khan

প্রসঙ্গত, আগামীতে ‘পাঠান ২’ ছবিতে দেখা যাবে শাহরুখকে। যশরাজের স্পাই ইউনিভার্সের অন্তর্গত শাহরুখের প্রথম ছবিটির জন্য গল্প লিখেছিলেন আব্বাস টায়ারওয়ালা। দ্বিতীয় ছবির জন্য তাঁরই দ্বারস্থ হয়েছেন নির্মাতারা। সংলাপ লেখার কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর