সোনার দোকানে সুন্দরীদের লাইন! পুজোর মুখে কলকাতায় সোনার ভরি কত জানেন?

বাংলা হান্ট ডেস্ক : উৎসবের মরশুমে লাগাতার ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold Price)। সোনা মানেই অত্যন্ত শুভ। তাই বাঙালির কাছে যে কোন উৎসব অনুষ্ঠান-ই সোনা ছাড়া এক কথায় অসম্পূর্ণ। এরই মধ্যে দেখতে দেখতে এসে পড়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আর পুজো উপলক্ষে এই মুহূর্তে জমিয়ে কেনাকাটা করছেন সকলেই। জামাকাপড়ের পাশাপাশি বাদ যাচ্ছে না সোনার গয়নাও।

কলকাতায় আজ সোনার দাম (Gold Price) কত?

কিন্তু চলতি মাসে যেভাবে লাফিয়ে সোনার দাম (Gold Price) বেড়েছে  তাতে কার্যত মাথায় হাত সোনা প্রেমীদের। তবে মাসের শেষে এসে কিছুটা সহায় হলেন দেবী লক্ষ্মী। কয়েক দিন ধরে লাফিয়ে সোনার দাম (Gold Price) বৃদ্ধির পর আজ খানিকটা কমলো হলুদ ধাতুর দাম। পাশাপাশি আজ শুক্রবার ২৭ সেপ্টেম্বর অনেকটাই সস্তা হয়েছে রুপোর দামও। আসুন তাহলে দেখে নেওয়া যাক কলকাতায় আজ সোনার দাম কত? রুপোই বা বিক্রি হচ্ছে কত দামে?

   
  • কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম কত?

আজ ২৭ সেপ্টেম্বর বাম্পার ছাড় রয়েছে ১৮ ক্যারেটের সোনার দামেও (Gold Price)। শুক্রবার কলকাতায় ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৬ টাকায়। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের সোনার দাম কমে গিয়ে হয়েছে মোট ৫৭ হাজার ৭৬০ টাকা।

  • কলকাতায় ২২ ক্য়ারেট সোনার দাম কত ?

শুক্রবার কলকাতায় একলাফে কমে গিয়েছে ২২ ক্যারেটের সোনার দাম। আজ এখানে ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭ হাজার ৫৯ টাকায়। তাই আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্য়ারেট সোনা কিনতে মোট খরচ হবে ৭০ হাজার ৫৯০ টাকায়।

আরও পড়ুন : মুখ ফেরাল লক্ষ্মী! পুজোর আগে আবার ঊর্ধ্বমুখী সোনা, কলকাতায় কত?

  • কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কত?

পুজোর আগেই এবার হাসি চওড়া হল সোনা প্রেমীদের। আজ ২৭ সেপ্টেম্বর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ হবে ৭ হাজার ৭০১ টাকায়। যার ফলে আজকের দিনে কলকাতায় ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনা কিনতে খরচ হবে মোট ৭৭ হাজার ১০ টাকা।

Gold Price

  • কলকাতায় রুপোর দাম কত?

আজ সোনার সাথেই পাল্লা কমল রুপোর দাম। শুক্রবার কলকাতায় ১০০ গ্রাম ওজনের রুপো কিনতে খরচ হবে ৯ হাজার ৪৯০ টাকা। অর্থাৎ ১ কেজি রুপো কিনতে গেলে খরচ হবে মোট ৯৪ হাজার ৯০০ টাকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর