বাংলা হান্ট ডেস্ক: এবার ফের বড় ধামাকা করতে চলেছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রুপ বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন কোম্পানি Google-এর সাথে একটি বড় পার্টনারশিপে প্রবেশ করছে। এই পার্টনারশিপ ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা এবং সাস্টেনেবিলিটির লক্ষ্যে কাজ করবে। আদানি গ্রুপ এবং Google এখন গ্রিন এনার্জি সেক্টরে একে অপরের সাথে সহযোগিতা করবে।
Google-এর সাথে চুক্তি আদানির:
এদিকে, আদানি গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে যে, উভয় সংস্থাই তাদের সাস্টেনেবিলিটির লক্ষ্য পূরণে একে অপরকে সহযোগিতা করবে। এছাড়াও, এই পদক্ষেপটি ভারতীয় গ্রিডে গ্রিন এনার্জির উৎস বাড়াতেও সহায়তা করবে। এদিকে, আদানি গ্রুপের সাথে এই পার্টনারশিপের বিষয়টি Google-এর তরফে “Google For India” ইভেন্টে ঘোষণা করা হয়েছে।
কিভাবে কাজ করবে এই পার্টনারশিপ: বিষয়টি পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপ জানিয়েছে যে, এই পার্টনারশিপ Google-কে ৬১.৪ মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি সরবরাহ করবে। গুজরাটের খাভরায় নির্মিত আদানি গ্রুপের রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট থেকে এই সরবরাহ করা হবে। এটি ৩০ গিগাওয়াটের বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জি প্রোজেক্ট । এই প্রোজেক্টের অধীনে, একটি নতুন সৌর ও বায়ু শক্তি হাইব্রিড প্রকল্প তৈরি করা হচ্ছে। এই নতুন প্রকল্পের বাণিজ্যিক কার্যক্রম ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকে শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।
এই গুরুত্বপূর্ণ অংশীদারিত্বে Google গ্রিড থেকে এই বিদ্যুৎ কিনবে। এটি Google-কে তার ২৪×৭ ক্লাউড সার্ভিস এবং ভারতে অন্যান্য কর্পোরেট ক্রিয়াকলাপগুলিকে গ্রিন এনার্জিতে চালাতে সাহায্য করবে। পাশাপাশি, এটি Google-কে ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণরূপে গ্রিন এনার্জিতে তার কার্যক্রম চালানোর লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এছাড়াও, ভারতে Google-এর পরিবেশ-বান্ধব ভূমিকা বৃদ্ধিতে অবদান রাখবে।
আরও পড়ুন: আর নেই চিন্তা! গ্রাহকদের জন্য বিরাট পরিকল্পনা SBI-র, জানলে উঠবেন চমকে
শুধু তাই নয়, ওই ইভেন্টে ক্লিনম্যাক্স থেকে ১২৫.৪ মেগাওয়াট গ্রিন এনার্জি কেনার চুক্তিও করেছে Google। এটি কোম্পানিটিকে তার সম্পূর্ণ কার্যক্রমকে গ্রিন এনার্জিতে শিফট তথা স্থানান্তর করতে সহায়তা করবে।
আরও পড়ুন: মিলবে না রেহাই! এবার ঘোর বিপদে মহম্মদ আজহারউদ্দিন, তলব করল ED
আদানি গ্রুপ করেছে সংযুক্তিকরণ: সম্প্রতি, আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজেস তার দু’টি সহযোগী প্রতিষ্ঠানকে সংযুক্তিকরণ করেছে। আদানি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এবং মুন্দ্রা সোলার টেকনোলজি লিমিটেডকে “আদানি নিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড” (Adani New Industries Ltd, ANIL) নামে সংযুক্ত করা হয়েছে। এই সংস্থাটিও আদানি এন্টারপ্রাইজের একটি সহযোগী সংস্থা। এই কোম্পানি তাপ ও সৌর বিদ্যুৎ প্রকল্পের উন্নয়নে কাজ করে। ANIL সবুজ হাইড্রোজেন এবং বায়ু টারবাইন তৈরিতেও এবার মনোযোগ দেবে বলে জানা গিয়েছে।