বাংলাহান্ট ডেস্ক : অনশনকারী জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) ঠেকাতে ফের একবার পুলিশের ‘কোপ।’ কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে ৭জন জুনিয়র চিকিৎসককে চিঠি দিয়ে অনশন প্রত্যাহার করার কথা বলা হল। এমনকি সেই চিঠিতে পুলিশের পক্ষ থেকে চিকিৎসকদের এই অনশনকে বেআইনি বলেও উল্লেখ করা হয়েছে।
কলকাতা পুলিশের (Kolkata Police) পদক্ষেপ
অনশন মঞ্চে অনশনকারী চিকিৎসকদের স্বাস্থ্য সংক্রান্ত যে তথ্য পেশ করা হচ্ছে তা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। কলকাতা পুলিশের (Kolkata Police) চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে অনশনকারীদের অ্যাম্বুলেন্সে ওঠার অনুরোধ জানানো হয়েছিল।
তবে অনশনকারীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পুলিশের পক্ষ থেকে এবার তাই আইনি পথে অনশন তোলার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ চিঠিতে। অনশনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে হেস্টিং থানার পক্ষ থেকে লেখা চিঠিতে বলা হয়েছে, “আমাদের অনুরোধ, আপনারা এই জায়গা ছাড়ুন এবং চিকিৎসার সাহায্য গ্রহণ করুন। সমস্ত প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।”
আরোও পড়ুন : অবিশ্বাস্য! লুঙ্গি পরেন কার্তিক,গণেশ! চিরাচরিত শাড়ি নয়, এই দুর্গা সাজেন ঐতিহ্যবাহী ‘দোখোনা’য়
যদিও আন্দোলনকারীরা বলছেন, “নিজেদের দায় ঝেড়ে ফেলার জন্য এই চিঠি। চিঠিতে বলা হয়েছে, আমরা অনুমতি ছাড়া মঞ্চে বসে আছি। আমাদের উঠে যেতে হবে। জায়গা ছেড়ে দিতে বলা হচ্ছে। এটা আমরা ভাল ভাবে দেখছি না।” প্রসঙ্গত, ১০ দফা দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) একাংশের অনশনের পেরিয়ে গিয়েছে ১১৩ ঘন্টা।
জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা উল্লেখযোগ্যভাবে খারাপ হতে শুরু করেছে। এমনকি অন্যান্য অনশনরত জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমর্থন জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে। বহু সাধারণ মানুষ ধর্মতলায় অনশন মঞ্চে গিয়েও সামিল হচ্ছেন বিক্ষোভে।