বিয়ের বছরেই আত্মঘাতী স্বামী, তবুও কার নামে সিঁদুর পরেন? রাষ্ট্রপতিকে কী উত্তর দেন রেখা!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের ‘টাইমলেস বিউটি’ রেখা (Rekha)। তাঁর কাছে এসে সময় যেন থমকে গিয়েছে। বয়সের ছাপ পড়তেই পারে না তাঁর উপর। এই প্রৌঢ়ত্বে এসেও তিনি একই রকম গ্ল্যামারাস, উজ্জ্বল। এখনো নিজের নৃত্যশৈলী দিয়ে মঞ্চ মানানোর ক্ষমতা রাখেন তিনি। তবে যুগ যতই পাল্টাক না কেন, রেখাকে (Rekha) নিয়ে গসিপ অব্যাহত থাকবে বলিপাড়ায়।

বিয়ের বছর ঘোরার আগেই স্বামীহারা হন রেখা (Rekha)

দীর্ঘ ফিল্মি কেরিয়ারে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন রেখা (Rekha)। কিন্তু সবথেকে বেশি চর্চা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই। বিভিন্ন সময়ে বহু পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। একটা সময় বিয়েও করেছিলেন রেখা। ১৯৯০ সালে দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন তিনি। কিন্তু তাঁর বিবাহিত জীবন সুখের হয়নি। ওই বছরই আত্মহত্যা করেন মুকেশ। শোনা যায়, অবসাদে ভুগে আত্মহত্যা করেছিলেন মুকেশ। তবে তাঁর মা এর জন্য দায়ী করেছিলেন রেখাকে (Rekha)। শুধু তাই নয়, তাঁকে ‘ডাইনি’ তকমাও দিয়েছিলেন তিনি।

আরো পড়ুন: সৎ ছেলেকে দূরে সরিয়ে রাখেন কেন? ঈশানের সঙ্গে ছবি দিতেই নুসরতকে প্রশ্ন, বড় জন কোথায়?

রেখাকে প্রশ্ন করেছিলেন রাষ্ট্রপতি

তীব্র বিতর্ক, গসিপ সত্ত্বেও নিজের আভিজাত্য ধরে রেখেছিলেন রেখা (Rekha)। কোনো বেফাঁস মন্তব্য করতে বা সিন ক্রিয়েট করতে দেখা যায়নি তাঁকে। তবে ‘উমরাও জান’ এর জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার নেওয়ার সময় তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীবা রেড্ডি রেখাকে প্রশ্ন করেছিলেন তাঁর সিঁথির সিঁদুরের বিষয়ে। উত্তরে রেখা (Rekha) খুব বুদ্ধিমত্তা এবং সহজাত কৌতুকের সঙ্গে বলেছিলেন, ‘আমি যে শহরের মেয়ে সেখানে সিঁদুর পরা খুব সাধারণ বিষয়। এটা ফ্যাশনেবল!’

আরো পড়ুন: কলকাতার প্রতিবাদের সুর লন্ডনেও, এসেক্স দুর্গাপূজায় থিম ‘We Demand Justice’

কেন সিঁদুর পরেন রেখা

স্বামী মারা যাওয়ার পরেও রেখা (Rekha) কিন্তু সিঁদুর পরা ছাড়েননি। গুঞ্জন ছড়িয়েছিল, এই সিঁদুর নাকি তিনি অমিতাভ বচ্চনের নামে পরেন। কিন্তু রেখা স্পষ্ট করে দিয়েছিলেন, ষোল শৃঙ্গারের একটি শৃঙ্গার হিসেবেই সিঁদুর পরে থাকেন তিনি।

Rekha

এক সাক্ষাৎকারে রেখাকে (Rekha) প্রশ্ন করা হয়েছিল এত বিতর্ক, অভিযোগ সত্ত্বেও কেন মুখ বন্ধ রেখেছিলেন তিনি। অভিনেত্রী উত্তর দিয়েছিলেন, একটা সময় তিনি খুব প্রাণোচ্ছল মেজাজের ছিলেন। প্রচুর কথাও বলতেন। কিন্তু বিভিন্ন ফিল্মি ম্যাগাজিনগুলি তাঁর বিষয়ে গুজব রটাতে থাকলে তিনি নীরবতা অবলম্বন করাই শ্রেয় মনে করেন। রেখা বলেছিলেন, ১৯৭৫ সাল থেকে নিজের স্বভাব কথাবার্তা অনেকটাই বদলে ফেলেছিলেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর