RG Kar কান্ডের প্রতিবাদ শুধু নয়! আইকনিক গানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কেও ট্রিবিউট শ্রেয়ার

বাংলা হান্ট ডেস্ক : আরজিকরের তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ-হত্যাকান্ডের ঘটনায় রীতিমতো গা শিউরে উঠেছিল দেশবাসীর। ওই মর্মান্তিক ঘটনার জেরেই সেপ্টেম্বর মাসে কলকাতায় কনসার্ট বাতিল করে দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Goshal)। আর তার প্রায় এক মাসখানেক পর ১৯ অক্টোবর কলকাতায় গানের কনসার্টে  স্বমহিমায় হাজির হয়েছিলেন শ্রেয়া (Shreya Goshal)।

সন্ধ্যা মুখার্জীকে শ্রেয়া ঘোষালের (Shreya Goshal) শ্রদ্ধার্ঘ

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শ্রেয়া ঘোষালের গানেই উঠে এসেছিল প্রতিবাদের ভাষা। শ্রেয়ার (Shreya Goshal) গলায়, ‘এই যে শরীরের চিৎকার’ শুনে গায়ে রীতিমতো কাঁটা  দিয়ে উঠেছিল অডিটোরিয়াম ভর্তি দর্শকদের।

তবে শুধু প্রতিবাদের গানই নয়, এদিন শ্রেয়ার গলায় শোনা গেল বাংলার কিংবদন্তি কণ্ঠশিল্পী তথা ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখার্জির গানও। সন্ধ্যা মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এদিন তাঁরই গাওয়া আইকনিক গান, ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা’ গেয়ে  আরও একবার সকলের মন জয় করে নিয়েছেন শ্রেয়া ঘোষাল। 

আরও পড়ুন : নাতিকে সঙ্গে নিয়ে, গান গেয়ে আসর জমালেন রঞ্জিত মল্লিক! চোখেমুখে জেল্লা গর্ভবতী কোয়েলের

এদিন শ্রেয়ার কন্ঠে সন্ধ্যা মুখার্জির সেই আইকনিক গানের একটি ভিডিও শেয়ার করে নিয়ে একজন অনুরাগী লিখেছেন, ‘আপনি যদি বাংলা রেট্রো গানের ফ্যান হয়ে থাকেন , তাহলে কিংবদন্তি কণ্ঠশিল্পী ‘গীতাশ্রী’ সন্ধ্যা মুখার্জির প্রতি গানের রানী শ্রেয়া ঘোষালের গানের এই বিশেষ ট্রিবিউট  মিস করবেন না। আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে।’

বাংলা গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সংগীত জগতের ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। মাত্র ১২ বছর অল বেঙ্গল মিউজিক কনফারেন্সের সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন তিনি।  ১৯৭১ সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন গায়িকা।তাঁর গাওয়া আইকনিক বাংলা গানের মধ্যে অন্যতম ‘এই পথ যদি না শেষ হয়….’, ‘ঘুম ঘুম চাঁদ…’, ‘আমি স্বপ্নে তোমায় দেখেছি…’-র মতো গান।

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর