বাংলাহান্ট ডেস্ক : হাতির দাঁত পাচারের অভিযোগে বিহার পুলিশের হাতে গ্রেফতার পশ্চিমবঙ্গের তৃণমূল (Trinamool Congress) নেতা। অভিযুক্ত অশোক ওঝা বড়বাজারের ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা। বিহারের বক্সারে পুলিশ ও বন দফতরের যৌথ তল্লাশিতে উদ্ধার হয় ৪০ কেজি ওজনের ২ টি হাতির দাঁত।
তৃণমূল (Trinamool Congress) নেতা গ্রেফতার হতেই সুকান্তর পোস্ট
সেই ঘটনায় বিহার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল (Trinamool Congress) নেতা অশোক ওঝা সহ ৫ জন। পুলিশ অশোক ওঝাকে জিজ্ঞাসাবাদের পর অন্য ৪ জনকে গ্রেফতার করেছে। হাতির দাঁত পাচারের খবর বিহারের বক্সার ব্রহ্মপুর থানার পুলিশের কাছে আসে বন দফতরের মাধ্যমে।
খবর পাওয়ার পর যৌথ তল্লাশি চালায় বন দফতর ও পুলিশ। পুলিশ ও বন দফতরের কর্মীরা তৃণমূল নেতার বাড়ি ব্রহ্মপুর থানার দেউকুলি গ্রামে অভিযান চালায়। সূত্রের খবর, সেই বাড়ি থেকেই উদ্ধার করা হয় দুটি হাতির দাঁত। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে আন্তর্জাতিক বাজারে এই দাঁত দুটির মূল্য কয়েক লক্ষ টাকা।
আরোও পড়ুন : উঠোন থেকে ১২ বছরের নাবালিকাকে টেনে নিয়ে গেলো চিতাবাঘ! ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে
এই ঘটনা সামনে আসার পর অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় অশোক ওঝাকে। দলের মুখপাত্র দীনেশ বাজাজ বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে ধৃত তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার করা হল।’ এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি (BJP) সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)এক্স হ্যান্ডেলে তোপ দেগেছেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।
বাংলার লজ্জা তৃণমূল! বিহার পুলিশের গোপন অভিযানে গ্রেফতার কলকাতার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা (ব্লক সভাপতি) অশোক ওঝা। কয়লা, বালি, গরু পাচারের পর এবার হাতির দাঁত পাচারেও যে তৃণমূলের কাটমানিখোর নেতারা সিদ্ধহস্ত, তা প্রতিবেশী রাজ্যেই প্রমাণিত হয়ে গেলো। এই লজ্জা কোথায় লুকোবেন… pic.twitter.com/qZDNYpox6u
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) October 22, 2024
সমাজমাধ্যমে সুকান্ত মজুমদার লেখেন, “বাংলার লজ্জা তৃণমূল! বিহার পুলিশের গোপন অভিযানে গ্রেফতার কলকাতার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা (ব্লক সভাপতি) অশোক ওঝা। কয়লা, বালি, গরু পাচারের পর এবার হাতির দাঁত পাচারেও যে তৃণমূলের কাটমানিখোর নেতারা সিদ্ধহস্ত, তা প্রতিবেশী রাজ্যেই প্রমাণিত হয়ে গেলো। এই লজ্জা কোথায় লুকোবেন দিদি?”