বাংলাহান্ট ডেস্ক : কোনো কিছু শুরু হলে তা শেষ হবেই, এটাই বাস্তবের নিয়ম। সিরিয়ালের (Serial) ক্ষেত্রেও এর অন্যথা হয় না। তবুও মন ভাঙে দর্শকদের। ওঠে সিরিয়াল বন্ধ না করার দাবি।এবার ফের গুঞ্জন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিয়ে। ইতিমধ্যেই একটি নতুন সিরিয়াল (Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে জি তে। কিন্তু কোন স্লটে ফেলা হবে এই নতুন সিরিয়ালকে তা নিয়ে ছিল জল্পনা। অবশেষে প্রকাশ্যে এল নতুন সিরিয়ালের নতুন স্লট। আর তাতেই মাথায় হাত দর্শকদের।
জি তে শুরু হচ্ছে নতুন সিরিয়াল (Serial)
শুরু হতে চলেছে নতুন সিরিয়াল ‘পরিণীতা’ চ্যানেলে বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে প্রোমো। প্রথম বার মুখ্য চরিত্রে উদয় প্রতাপ সিং, বিপরীতে নবাগতা মুখ ঈশানী। প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শক মহলে গুঞ্জন উঠেছিল, কোন সিরিয়ালের (Serial) কপাল পুড়তে চলেছে পরিণীতার আগমনে? উঠে এসেছিল জি বাংলার এক অতি জনপ্রিয় সিরিয়ালের নাম। কিন্তু স্লট সামনে আসতেই উলটে গেল সমস্ত হিসেব।
আরো পড়ুন : কেউ ছিলেন বেয়ারা, কেউ করেছেন বাস কন্ডাকটরি, বলিউডে জায়গা পাওয়ার আগে দুর্বিষহ জীবন কাটিয়েছেন এই তারকারা
নিম ফুলের মধু নয়, বন্ধ হচ্ছে এই সিরিয়াল
আসলে দর্শকদের অনেকেই মনে করেছিলেন,9 পরিণীতার জন্য বন্ধ হয়ে যেতে পারে ‘নিম ফুলের মধু’। ভালো টিআরপি থাকা সত্ত্বেও এই সিরিয়ালের (Serial)শেষ হয়ে যাওয়ার গুঞ্জনে স্বাভাবিক ভাবেই মুষড়ে পড়েছিলেন নিম্ন ফুলের অনুরাগীরা। কিন্তু পরিণীতার স্লট প্রকাশ্যে আসতেই দেখা গেল টুইস্ট। চ্যানেলের তরফে পরিণীতার যে সম্প্রচার সময় দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, একেবারে সন্ধ্যাবেলার প্রাইম টাইম অর্থাৎ সাতটার স্লট পেয়েছে নিম ফুলের মধু।
আরো পড়ুন : জয়া নয়, প্রথম পছন্দ ছিলেন এই নায়িকা, রেখা-অমিতাভ জুটির বিতর্ক উসকাতে বাদ পড়েন অভিনেত্রী
সত্যিই শেষ হবে জগদ্ধাত্রী?
এদিকে বিগত প্রায় দু বছর ধরে ওটাই ‘জগদ্ধাত্রী’র বাঁধাধরা স্লট। পরিণীতা আসায় কি তবে নিম ফুল নয়, শেষ হবে জগদ্ধাত্রী? নাকি এতদিন পর স্লট বদলে অন্য কোনো সময় দেওয়া হবে এই সিরিয়ালকে? উত্তর এখনো অজানা। এদিকে চ্যানেলের তরফে পরিণীতার স্লট প্রকাশ করা হলেও তারপরেই মুছে ফেলা হয় পোস্টটি। এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক ঘোষণাও হয়নি, যার জেরে বাড়ছে বিভ্রান্তি।
প্রসঙ্গত, নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রী দুই সিরিয়ালই যথেষ্ট জনপ্রিয় জি বাংলায়। টিআরপি আগের থেকে কমলেও এখনো প্রথম পাঁচেই জায়গা ধরে রাখে নিম ফুলের মধু। অন্যদিকে সেরা দশের মধ্যে থাকে জগদ্ধাত্রী। শেষমেষ নতুনের চাপে কাকে স্লট হারা হতে হয় সেটাই দেখার।