বাংলা হান্ট ডেস্ক: লাদাখে LAC বরাবর পিছু হটেছে ভারত ও চিনের সেনারা (Army)। এখন উভয় দেশের সেনাবাহিনী তাদের ঐতিহ্যবাহী পোস্টে মোতায়েন থাকবে, যেখানে তারা ২০২০ সালে সংঘর্ষের আগে ছিল। সেনা সূত্রে জানা হয়েছে, এখন শুধু সীমান্তে নিয়মিত টহল থাকবে। এমতাবস্থায় এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে শান্তির সময়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
লাদাখে পিছু হটল চিনের সেনা (Army):
এদিকে, সূত্র আরও জানিয়েছে যে, আগামী বৃহস্পতিবার দীপাবলি উপলক্ষ্যে উভয় দেশের সেনাই (Army) একে অপরকে মিষ্টি বিতরণ করবে। জানিয়ে রাখি যে, পূর্ব লাদাখের ডেপসাং এবং ডেমচোকে উভয় দেশের সেনাবাহিনী পিছু হটেছে। জানা গিয়েছে, দুই বাহিনীর মধ্যে কমান্ডার পর্যায়ে আলোচনা চলবে।
তবে, বর্তমানে উত্তেজনার অবসান হয়েছে এবং উভয় দেশের পোস্ট আগের মতোই তাদের ঐতিহ্যবাহী স্থানে থাকবে। এভাবে প্রায় ৪ বছর পর চিন-ভারত সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও কিছুটা স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: অপেক্ষা করেও হলনা লাভ! এই দলে যুক্ত হলেন না গিল, বড় সিদ্ধান্ত নিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২০ সালে সংঘর্ষের পর, ভারত কঠোর পদক্ষেপ নেয় এবং একাধিক চিনা কোম্পানিকে দেশে নিষিদ্ধ করে। এছাড়া বিভিন্ন খাতে চিনের বিনিয়োগও নিয়ন্ত্রণ করা হয়েছে। ২০২০ সালের এপ্রিলে, চিনা সেনাবাহিনী (Army) পূর্ব লাদাখের এলাকায় ঘেরাও করার চেষ্টা করেছিল। ভারতীয় সেনাবাহিনী এই নিয়ে তীব্র আপত্তি জানালে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।
আরও পড়ুন: ধনতেরাসে কপাল খুলল আম্বানির! পেলেন ৫৭,৬৭,৭৯,৮১,৯৫৭ টাকা, লক্ষ্মীলাভ আদানিরও
ওই রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর (Army) ২০ জন জওয়ান শহিদ হন। পাশাপাশি, ওই সংঘর্ষের জেরে বিপুল সংখ্যক চিনা সেনাও নিহত হন। তবে, সেই তথ্য প্রকাশ করা হয়নি। চিনা সেনাবাহিনী গত শুক্রবার এক বিবৃতিতে বলেছিল যে, এখন উভয় দেশের সেনারা সীমান্তে স্বাভাবিক কাজে নিয়োজিত রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত সরকার গত ২১ অক্টোবর ডিসএনগেজমেন্টের ঘোষণা করেছিল। এভাবে ওই এলাকায় প্র সাড়ে ৪ বছর ধরে চলা উত্তেজনার অবসান হয়েছে।