সেলফি তুলতে আসা তরুণীকে ধাক্কা বডিগার্ডের, পালটা দেব যা করলেন… প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী পরবর্তী সময়ে টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার বলতে দেবকেই (Dev) বোঝানো হয়। দেখতে দেখতে দশক পার করে ফেলেছেন তিনি অভিনয় জগতে। সঙ্গে সঙ্গে বদলেছেন নিজেকে। প্রযোজক হয়ে ভিন্ন ভিন্ন ধরণের ছবি তৈরি করছেন দেব (Dev)। প্রায় প্রতিটি ছবিই কামাচ্ছে কোটি কোটি টাকা। তেমনি পাল্লা দিয়ে বাড়ছে তাঁর জনপ্রিয়তা।

অনুরাগীদের গুরুত্ব দেন দেব (Dev)

দেব (Dev) যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন, তখন তরুণ প্রজন্মের মধ্যে তাঁর ক্রেজ ছিল দেখার মতো। এখন সেটা সমস্ত বয়সের মানুষদের মধ্যেই ছড়িয়ে পড়েছে। আর দেবও অনুরাগীদের যথেষ্ট গুরুত্ব দেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও থেকে সেকথা আরোই প্রমাণ হয়ে গিয়েছে।

আরো পড়ুন: দু হাতে রোজগার, তিনিই বাড়ির লক্ষ্মী, ধনকুবেরকে সংসারে ধরে রাখতে এই বিশেষ রীতি পালন করেন সুদীপা

কালীপুজোর উদ্বোধনে অভিনেতা

সম্প্রতি কাঁকুড়গাছিতে কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন দেব (Dev)। মণ্ডপে সুপারস্টারকে দেখেই কার্যত ঝাঁপিয়ে পড়েন তরুণীরা। উদ্দেশ্য, প্রিয় অভিনেতার সঙ্গে একটা সেলফি তোলা। অনুরাগীদের ভিড়ে দেবের বডিগার্ডরা তটস্থ। কেউ যাতে অভিনেতার বেশি কাছে না চলে আসে, নিরাপত্তার যাতে কোনো রকম অভাব না হয় তার জন্য সাবধানী হয়ে ছিলেন তাঁরা।

আরো পড়ুন: ‘শুধু টাকা বোঝে, নিজের স্বার্থের জন্য…’, একসময় ছিলেন শাহরুখের কণ্ঠ, নায়ককে নিয়েই বোমা ফাটালেন অভিজিৎ!

দেবকে দেখেই ভিড় ভক্তদের

তবে দেব (Dev) অবশ্য কাউকেই ফেরাননি। যাঁরাই সেলফির আবদার নিয়ে এসেছেন সকলের সঙ্গেই হাসিমুখে ছবি তুলেছেন তিনি। এমনকি বডিগার্ডরা সরিয়ে দিলেও দেবকে বারণ করতে দেখা যায় তাঁদের। প্রত্যেকের সঙ্গেই হাসিমুখে সেলফি তুলেছেন অভিনেতা। সুপারস্টার সুলভ হাবভাব নয়, বরং অনুরাগীদের সম্মান দেওয়ার জন্য দেবের (Dev) প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Dev

প্রসঙ্গত, দেবকে শেষবার দেখা গিয়েছে ‘টেক্কা’ ছবিতে। বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে। কিছুদিনের বিরতি নিয়েই তিনি উড়ে গিয়েছিলেন মুম্বই। একটি ঠাণ্ডা পানীয়ের বিজ্ঞাপন শুট করতেই দেব মুম্বই গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর