কালীপুজোর দিন নয়া কর্মসূচি! জনগণের কাছে বিশেষ আর্জি কিঞ্জলের, লিখলেন…

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর দেখতে দেখতে কেটে গিয়েছে আড়াই মাস। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় এখনও বিচার মেলেনি। এদিকে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ অব্যাহত। কালীপুজোর দিন যেমন সাধারণ মানুষের উদ্দেশে বিশেষ আর্জি জানালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ (Kinjal Nanda)।

  • ফেসবুকে বিশেষ আর্জি কিঞ্জলের (Kinjal Nanda)!

বৃহস্পতিবার রাজ্যের অধিকাংশ মানুষ যখন কালীপুজোর (Kali Puja) আনন্দে মেতে রয়েছেন, তখন ফেসবুকে একটি পোস্ট করেন কিঞ্জল। সেখানে ‘অভয়ার ন্যায়বিচার’ সংক্রান্ত বেশ কিছু কথা তুলে ধরেন তিনি। জনতার উদ্দেশে এই চিকিৎসক-অভিনেতার আর্জি, ‘এই দীপাবলিতে আপনি রঙ্গোলি বানান বা আলো সাজিয়ে বিচার চেয়ে ছবি তুলুন এবং ছড়িয়ে দিন সামাজিক মাধ্যমে’।

আলোর উৎসবের মাঝেও জনগণ যাতে আরজি কর কাণ্ডের (RG Kar Case) নির্যাতিতাকে না ভুলে যান, সেই আবেদন জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ কিঞ্জল। তিনি ফেসবুকে লিখেছেন, ‘ন্যায়বিচারের জন্য আমাদের লড়াই চলিয়ে যাওয়া এবং এর সীমাহীন অগ্রগতি নিশ্চিত করার জন্য, আমরা কিছু কর্মসূচি নির্ণয় করেছি’।

আরও পড়ুনঃ ‘বাংলার শিক্ষা’ পোর্টাল হ্যাক! গায়েব ৭ লক্ষ! ট্যাবের টাকা পাবেন পড়ুয়ারা?

এরপরেই সেই কর্মসূচির কথা তুলে ধরেন এই চিকিৎসক অভিনেতা। কিঞ্জল (Kinjal Nanda) লেখেন, ১) জাস্টিস থিমের রঙ্গোলি তৈরি। যেখানে সৃজনশীলতা এবং বিপ্লবী মন মিলিত হয়। ২) এই অন্ধকার সময়ে আমাদের একত্রিত করতে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। রাত ৯টা থেকে ৯টা ১৫ মিনিটের মধ্যে এই প্রদীপ জ্বালানোর আবেদন করেছেন তিনি।

Kinjal Nanda

কিঞ্জল আরও লেখেন, ৩) সমস্ত প্রতিবাদী হৃদয় এবং মনকে একত্রিত করতে ২ মিনিটের জন্য নীরবতা অনুসরণ করুন, এবং ৪) আমাদের ন্যায়বিচারের জন্য চলমান লড়াইয়ের প্রতীক হিসেবে তার কাছে পৌঁছে দিতে অভয়া ফানুস।

এই পোস্টের পর ফেসবুকে আরও একটি পোস্ট করেন এই প্রতিবাদী চিকিৎসক-অভিনেতা। কিঞ্জলের (Kinjal Nanda) সেই পোস্টে একটি রঙ্গোলির ছবি দেখা যাচ্ছে। সেখানে লেখা, ‘মনের কোণের আঁধার ঘোচাক অভয়া প্রদীপ, আঙিনা জুড়ে বিচারের দাবি তুলুক রঙ্গোলি আবীর!’


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর