শুরু হবে আসল খেলা! এবার “হিমালয়”-এর দিকে নজর পড়ল আদানির, পরিকল্পনা জানলে চমকে যাবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত গৌতম আদানি বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক সম্প্রসারণ ঘটাচ্ছেন। শুধু তাই নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও নিজের দাপট দেখাচ্ছে আদানি গ্রুপ (Adani Group)। ঠিক এই আবহে এই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এবার আদানির নজর রয়েছে হিমালয়ের দিকে। হ্যাঁ, প্রথমে এটি পড়ে কিছুটা অবাক হয়ে গেলেও বিষয়টি কিন্তু একদমই সত্যি।

সামনে এল আদানি গ্রুপের (Adani Group) বড় পরিকল্পনা:

আসলে, আদানি গ্রুপ (Adani Group) ভারতের প্রতিবেশী দেশ ভুটানের গেলফু মাইন্ডফুলনেস সিটিতে বিনিয়োগের সুযোগ খুঁজছে। জানিয়ে রাখি যে, বর্তমানে ভুটান তার দক্ষিণ সীমান্তে একটি মেগা টাউনশিপ প্রকল্প শুরু করতে চলেছে। আর আদানি গ্রুপ এই প্রকল্পের দিকেই নজর রাখছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

The big plan of Adani Group came forward.

টাউনশিপ প্রকল্পে আদানির আগ্রহ: ব্লুমবার্গের রিপোর্টে এই প্রকল্পে আদানি গ্রুপের (Adani Group) আগ্রহের কথা উল্লেখ করে জানানো হয়েছে যে, গেলফুর গভর্নর লোটে শেরিং বলেছেন ভুটান ভারতের সীমান্ত রেখার কাছে প্রায় ১০,০০০ বর্গকিলোমিটার টাউনশিপ প্রকল্পে কাজ করছে। এই প্রকল্পে সৌর ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য আদানি গ্রুপের সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুন: মুম্বাই টেস্টের আগে বড় ধাক্কা খেল ভারত! দল থেকে বাদ পড়লেন এই তারকা খেলোয়াড়, সামনে এল কারণ

গেলফুর গভর্নর আরও বলেছেন যে, এই এলাকায় রিনিউবেল শক্তি প্রকল্পের জন্য কয়েকশ সাইট চিহ্নিত করা হয়েছে। যার জন্য প্রকল্পটির লক্ষ্য ২০ গিগাওয়াট আনুমানিক ক্ষমতা সংযোজন সহ একটি টেকসই শক্তি নেটওয়ার্ক স্থাপন করা। এর মধ্যে রয়েছে রাস্তা, সেতু ও সুযোগ-সুবিধা নির্মাণের পরিকল্পিত চুক্তি। যা এশিয়ার বড় বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করতে পারে। এনার্জি প্রকল্প ও হাইড্রোপাওয়ার প্রকল্প ছাড়াও সেখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি বন্দর নির্মাণের কথা রয়েছে।

আরও পড়ুন: রতন টাটার কাছ থেকে পেয়েছেন অনুপ্রেরণা! অবলীলায় ২০,০০০ কোটি টাকা দান করলেন এই তরুণ ব্যবসায়ী

দাপট বাড়বে আদানি গ্রুপের: এদিকে, আদানি গ্রুপের (Adani Group) সঙ্গে এই চুক্তি হলে প্রতিবেশী দেশে সংশ্লিষ্ট গ্রুপের দাপট আরও বাড়বে। জানিয়ে রাখি যে, আদানি গ্রুপ ইতিমধ্যেই ইজরায়েল থেকে শুরু করে কেনিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ভিয়েতনামে তার বিদ্যমান প্রকল্পগুলি সম্প্রসারণ করছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর