মাসের শুরুতেই ছুটি! দিওয়ালির জন্য ১-২ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ! কোথায় কোথায়? আগেভাগেই জানুন

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এখন দীপাবলির পালা। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। অন্যদিকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মীরা। ৩১ অক্টোবর, বৃহস্পতিবার যেমন কালীপুজো উপলক্ষ্যে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) ছিল। ১ নভেম্বরও বেশ কিছু জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তালিকা প্রকাশ করা হয়েছে।

  • ১-২ নভেম্বর কোথায় কোথায় ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday)?

আরবিআইয়ের তালিকা অনুসারে, শুক্রবার তথা আজ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক খোলা থাকবে। তবে ত্রিপুরা, আগরতলায় আজ দীপাবলি (Diwali) উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেই সঙ্গেই বেঙ্গালুরু, ভোপাল, বেলাপুর, দেহরাদুন, গুয়াহাটি, গ্যাংটক, জম্মু, ইম্ফল, লখনউ, কানপুর, নাগপুর, মুম্বই, শিলং, রায়পুর এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে রাজধানী দিল্লিতে আজ ব্যাঙ্ক ছুটি নেই। সেখানে ব্যাঙ্ক খোলাই থাকবে।

এরপর শনিবার তথা ২ নভেম্বরও দেশের নানান জায়গায় ব্যাঙ্ক খোলা থাকবে। শহর কলকাতাতেও আগামীকাল ব্যাঙ্কের কাজকর্ম চলবে। ৩ নভেম্বর রবিবার পড়েছে। সেদিন সাপ্তাহিক ছুটি। তবে আগামীকাল দীপাবলি উপলক্ষ্যে বেঙ্গালুরু, আমেদাবাদ, বেলাপুর, দেহরাদুন, জয়পুর, গ্যাংটক, কানপুর, মুম্বই, নাগপুর এবং লখনউয়ে ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকবে।

আরও পড়ুনঃ মা কালীর মূর্তি জড়িয়ে অঝোরে কান্না! কী হল তৃণমূল সাংসদ কল্যাণের? জোর শোরগোল

এদিকে কালীপুজো, ভ্রাতৃদ্বিতীয়া, ছটপুজো উপলক্ষ্যে নভেম্বর মাসের শুরুতেই একটানা বেশ কয়েকটা ছুটি পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)। গতকাল থেকে রাজ্য সরকারি অফিসগুলিতে কালীপুজো উপলক্ষ্যে ছুটি পড়েছে। চলবে ৪ নভেম্বর অবধি। ৫ নভেম্বর অফিস যেতে হবে। এরপর ফের রয়েছে ছটপুজোর ছুটি।

Government employees Bank holiday

আগামী ৭ নভেম্বর এবং ৮ নভেম্বর ছট পুজো উপলক্ষ্যে দেশের নানান রাজ্যের সরকারি কর্মীরা ছুটি পাবেন। পশ্চিমবঙ্গে এর আগে যে সকল সরকারি কর্মী ছট পুজো করতেন তাঁরাই এই ছুটি (Government Holiday) পেতেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়মে বদল এনেছেন। এখন সকলেই এই ছুটি পান।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর