অবাক কান্ড! কালো মায়ের সাদা সন্তান, DNA টেস্ট করতেই বেরিয়ে এল আসল সত্যি

বাংলা হান্ট ডেস্ক: আমরা যতই উন্নত হই না কেনো কিংবা মানসিক চিন্তা ধারা যতই উন্নত হোক না কেনো, এখনো পর্যন্ত আমাদের মধ্যে ভেদাভেদ করা বন্ধ হয়নি। জাত ধর্মের তো রয়েছে, একইসাথে গায়ের রং নিয়েও মানুষের মনে বিভিন্ন বাদানুবাদ চলে। বিশেষ করে একটু শ্যামলাদের নিয়ে, যাকে আপনারা গোদা বাংলায় বলেন ‘কালো চামড়া’র লোক। আর এই কালো চামড়ার ব্যক্তিদের সমাজ সর্বদা হেয়, কোণঠাসা করতে থাকে। তবে এবার এমন একটি ঘটনা ঘটলো যা দেখে রীতিমত অবাক সকলেই। কালো মায়ের (Black Mother) গর্ভ থেকেই জন্ম নিলো ধবধবে সাদা কন্যা সন্তান। যা দেখে হইচই নেটপাড়ায়।

কালো মায়ের (Black Mother) পেট থেকে জন্ম নিলো সাদা সন্তান:

সম্প্রতি এলেক্স নামের মহিলার সাথে এমন ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এই মহিলা নাকি অত্যন্ত কালো (Black Mother)। কিন্তু এলেক্স জন্ম দিয়েছেন এক দুধে আলতায় ফর্সা কন্যা সন্তানকে। যদি এ বিষয়টি দেখে নিজেও অবাক হন তিনি (Black Mother)। স্বামী রব সাদা চামড়ার হলেও, এর আগে তিনি (Black Mother) যে তিন সন্তান জন্ম দেন সেখানে দেখা যায় তাদের গায়ের গাঢ় বর্ণের হতে। কিন্তু চতুর্থ সন্তান এতটা ফর্সা হওয়ায় তার মনেও প্রশ্ন জাগে।

আর এই গোটা বিষয়টি তিনি ইউটিউবের মাধ্যমে প্রকাশ করেন। সেই সাথে তিনি তার তিন বাচ্চার গায়ের রঙের কথাও উল্লেখ করেন। তবে এলেক্স শুধুই অভিজ্ঞতা শেয়ার করেছিল। কিন্তু উল্টোদিকে নেট নাগরিকরা বিষয়টিকে অন্যভাবে নেয়। অনেকে এ নিয়ে মন্তব্য করেন, যে শিশুটি নাকি অন্য কারোর। আবার কেউ কেউ বলেন তারা নাকি মিথ্যে কথা বলছে এটি দত্তক নেওয়া সন্তান। আর এমন মন্তব্য এলেক্স এবং তার স্বামী রবের উপর খারাপ প্রভাব ফেলে।

DNA টেস্টের রিপোর্ট প্রমাণ করে দিল সব:

বিষয়টির জল অন্যদিকে গড়াতেই দুজনেই সিদ্ধান্ত নেন ডিএনএ টেস্ট করার। আর ডিএনএ টেস্ট করতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। কি ভাবছেন সন্তানটি তাদের নয়? আজ্ঞে না! DNA টেস্টের মাধ্যমে জানা যায় এই কন্যা সন্তান এলেক্স এবং রবের সন্তান। শুধু তাই নয় তাদের সন্তান আইভিএফ প্রক্রিয়াতেই হয়েছে। বিষয়টি শুনে দুজনেই খুশি হন। চিকিৎসকদের, মতে এমন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।

আরও পড়ুন : পকেট শূন্য, হাতে ছিল না এক টাকাও! অমিতাভের থেকে ধার চেয়েছিলেন রতন টাটা, জানালেন খোদ বিগ বি

এরপর বিষয়টি তারা আবারো প্রকাশ্যে আনলে অনেকেই কটু মন্তব্য করতে থাকেন। তবে কেউ কেউ বলেন, এই গোটা ঘটনাটি প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতির উপর নির্ভর করে অনেক সময় বাবা-মাকে দেখতে একরকম হলেও, আবার সন্তানকে অন্যরকম দেখতে হয়। এমনকি অনেক সময় বাবা মায়ের গায়ের রঙের সঙ্গে সন্তানদের গায়ের রংয়ের ও মিল থাকে না। এমনই বলে এলেক্স এবং রবকে সমর্থন করেন বেশ কিছু নেট জনতারা।

Black Mother 2

আর এই ঘটনার মধ্যে দিয়ে বোঝা গেলেও আমরা সকলেই প্রকৃতির দান। সাদা-কালো নির্বিশেষে সকলেই এক। তাই শ্যামলা মা বলে ফর্সা সন্তান জন্ম দিতে পারবেন না এমনটা নয়। আবার ফর্সা হয়েও অনেকে শ্যামলা বর্ণের সন্তান ধারণ করেন। তাই এই সাদা-কালো বিভেদ বন্ধ করে বিষয়টিকে প্রকৃতির দান বলে গ্রহণ করুন। তাহলেই সবকিছুই সুষ্ঠ থাকবে।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর