কেন শ্রেয়স আইয়ারকে ছাড়তে বাধ্য হল KKR? রাখঢাক না রেখে কারণ জানালেন ভেঙ্কি, অবাক অনুরাগীরা

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আগামী বছরের এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই রিটেনশন লিস্ট জারি করেছে। এমতাবস্থায়, তারা কিছু বড় খেলোয়াড়কে যেমন ধরে রেখেছে ঠিক তেমনই কিছু তারকা খেলোয়ারকে ছেড়েও দিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, KKR তার অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ছেড়ে দিয়েছে। যাঁর নেতৃত্বে এই দল ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

কেন শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ছাড়তে বাধ্য হল KKR?

এদিকে, ফ্র্যাঞ্চাইজির এহেন সিদ্ধান্তে স্বভাবতই অবাক হয়েছেন সকলে। এমতাবস্থায়, KKR-এর CEO ভেঙ্কি মাইসোর এই বিষয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন। পাশাপাশি, শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) কেন ধরে রাখা হয়নি সেই বিষয়েও বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন তিনি। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জানিয়ে রাখি যে, কলকাতা নাইট রাইডার্স নিলামের আগে মোট ৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। তাঁদের মধ্যে রয়েছেন সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল। এদিকে, আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে এই ফ্র্যাঞ্চাইজি ফাস্ট বোলার হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে ধরে রেখেছে।

এমতাবস্থায়, KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), তারকা বোলার মিচেল স্টার্কের মতো কিছু বড় খেলোয়াড়কে ছেড়ে দিয়ে সবাইকে অবাক করেছে। সামনে আসা কিছু রিপোর্ট অনুযায়ী, শ্রেয়স আইয়ার এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি চুক্তিতে পৌঁছনো যায়নি। এই কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: BSF জওয়ানদের সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী মোদী, নিজের হাতে করালেন মিষ্টিমুখ

শ্রেয়স আইয়ারকে কেন ধরে রাখা হল না: KKR-এর CEO ভেঙ্কি মাইসোর শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ধরে না রাখার বিষয়ে একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। Revsportz-এর সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ধরে রাখার অনেক দিক আছে। বেশিরভাগ মানুষই বোঝেন না যে এতে অনেক পারস্পরিক সম্মতি প্রয়োজন। বিষয়টির শুধু একটা দিক নেই। খেলোয়াড়দেরও অনেক দিকে মনোযোগ দিতে হবে এবং তাঁদের সম্মতি দেওয়ার প্রয়োজন। অনেক সময় নানা কারণে পারস্পরিক সমঝোতা সম্ভব হয় না। যেখানে অর্থ বা কেউ তাঁদের মূল্য আন্দাজ করতে চায়। এটি সিদ্ধান্তকেও প্রভাবিত করে।”

আরও পড়ুন: তৈরি হল সাফল্যের নয়া নজির! রাজ্যের হাজার হাজার পড়ুয়ার জীবন গড়ে দিচ্ছে BSSEI, জানলে হবেন অবাক

তিনি আরও জানান, “তবে শ্রেয়স (Shreyas Iyer) আমাদের ধরে রাখার তালিকায় এক নম্বরে ছিলেন। তিনি দলের অধিনায়ক ছিলেন এবং তাঁকে ঘিরেই আমাদের দল গড়ে তুলতে হত। আমরা তাঁকে ২০২২ সালে এই বিশেষ কাজের জন্য নির্বাচিত করেছি। ২০২৩ সালে তিনি চোটের কবলে পড়েছিলেন কিন্তু ফিরে আসার সাথে সাথে তাঁকে আবার অধিনায়ক করা হয়। তাঁর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে নিজের সিদ্ধান্ত নিতে হবে। কোনটা ভালো এবং তাঁরা কোন দিকে যেতে চায় এদিকে নজর রাখতে হবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর