মমতা বন্দোপাধ্যায়ের জুতোয় পা গলালেন কমলা হ্যারিস! ভোটের আগেই পাওয়া গেল বিরাট মিল

বাংলা হান্ট ডেস্ক : আগামীকাল ৫ নভেম্বর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া টক্কর দিচ্ছেন কমলা হ্যারিস (Kamala Hyaris)। নির্বাচনের আগেই এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন আমেরিকার কমলা হ্যারিস (Kamala Hyaris)।

বাংলার মুখ্যমন্ত্রীর সাথে মিল কমলা হ্যারিসের (Kamala Hyaris)

এই মুহূর্তে আমেরিকার নির্বাচনী প্রচার একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। প্রচারের কাজেই এই মুহূর্তে তুমুল ব্যস্ত কমলা হ্যারিস। শনিবারও  তিনি প্রচার সেরেছেন বেশ কিছু জায়গায়। যার মধ্যে অন্যতম ছিল জর্জিয়া, কিংবা নর্থ ক্যারোলিনায় মতো জায়গা। প্রসঙ্গত কমলা হ্যারিস হলেন ভারতীয় বংশোদ্ভূত।

তাঁর শ্যামলা গোপালন ছিলেন মাদ্রাজি জীববিজ্ঞানী, বাবা ডোনাল্ড জে হ্যারিস ছিলেন একজন জামাইকান-আমেরিকান অর্থনীতিবিদ। বেশ কিছুদিন ধরেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল ভোটের আগেই নাকি এবার আমেরিকার বিদায়ী ভাইস প্রেসিডেন্ট ও পরবর্তী নির্বাচনের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে দেখা যাবে একটি বিশেষ স্কেচ কমেডি শোতে।

আরও পড়ুন : চাকরি দেওয়ার নামে BJP নেতার থেকে লক্ষাধিক টাকার কারচুপি, কাঠগড়ায় নিশীথের PA

এই জল্পনা শুরু হতেই তার সাথে তুলনা চলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রীও  ঠিক একইভাবে হাজির হয়েছিলেন বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি রিয়েলিটি শোতে। যা নিয়ে সেসময় ব্যাপক চর্চা শুরু হয়েছিল।

Kamala

আমেরিকার ডেমোক্র্যাট দলের সদস্য কমলাও যে এমনটা করতে চলেছেন তা তাঁর গতিবিধি দেখেই অনুমান করা হয়েছিল। আর শনিবার রাতে মিশিগান  যাওয়ার পথে উপরাষ্ট্রপতির বিমান হঠাৎ যখন নিউইয়র্কে ঘুরে যায় তখনই অনুমান আরও পাকাপোক্ত হয়। এরপর নিউইয়র্ক সিটি থেকে উপরাষ্ট্রপতির  গাড়ি দেখা গিয়েছিল ৩০ রক ফেলার প্লাজ়ার দিকে। আসলে ওই বাড়িতেই রয়েছে আমেরিকার জনপ্রিয় কমেডি শো  ‘স্যাটারডে নাইট লাইভ’-র স্টুডিও। ইতিমধ্যেই সেই পর্ব সম্প্রচারিত হয়েছে টেলিভিশনে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর