বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে পরাজয়ের পর তুমুল সমালোচনার সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া। এই পরাজয়ের ধাক্কা কাটতে না কাটতেই এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোম্পানি। এদিকে, আগামী ২২ নভেম্বর থেকে পার্থে সম্পন্ন হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে রোহিত শর্মার অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে।
রোহিত শর্মার (Rohit Sharma) প্রসঙ্গে কি জানালেন কিংবদন্তি খেলোয়াড়:
এই বিষয়ে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বড় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে রোহিত শর্মা (Rohit Sharma) যদি একাধিক টেস্ট ম্যাচ মিস করেন, সেক্ষেত্রে জসপ্রীত বুমরাহকে অধিনায়ক করা উচিত। তিনি বলেন, অধিনায়কের জন্য সিরিজের প্রথম ম্যাচে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।
Sunil Gavaskar (on sports tak) – “If Rohit sharma taking leave from 1st test in BGT, then BCCI should announce a captain for the whole series. Rohit can join whenever he wants but as a player” pic.twitter.com/1vu1SlH44z
— Fearless (@ViratTheLegend) November 4, 2024
দ্বিতীয়বার মা হতে চলেছেন রোহিত শর্মার স্ত্রী রিতিকা: জানিয়ে রাখি যে, রোহিত শর্মার (Rohit Sharma) স্ত্রী রিতিকা সাজদেহ অন্তঃসত্ত্বা। এমতাবস্থায়, তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। এদিকে, স্ত্রীর ডেলিভারির কারণে রোহিতকে প্রথম টেস্ট ম্যাচে নাও পাওয়া যেতে পারে। তবে, দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে তাঁর যোগ দেওয়ার আশা রয়েছে। এমন পরিস্থিতিতে, পার্থ টেস্টে রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে জসপ্রীত বুমরাহকে।
আরও পড়ুন: নয়া আকর্ষণীয় অফার নিয়ে উপস্থিত TreasureNFT; Blind Box Airdrop-এ মিলবে হাজার হাজার টাকা
এই প্রসঙ্গে স্পোর্টস তকের সাথে কথোপকথনের সময়ে গাভাস্কার বলেছিলেন, “প্রথম টেস্ট ম্যাচ খেলা অধিনায়কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে ইনজুরিতে পড়লে ভিন্ন কথা, তবে তাকে পাওয়া না গেলে সহ-অধিনায়কের ওপর অনেক চাপ থাকবে। আমি জেনেছি যে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দু’টি টেস্ট ম্যাচ খেলতে পারবেনা রোহিত শর্মা (Rohit Sharma)। তাই, আমি মনে করি যে এই পরিস্থিতিতে, নির্বাচক কমিটির উচিত পুরো অস্ট্রেলিয়া সফরের জন্য জসপ্রীত বুমরাহকে দলের অধিনায়ক করা এবং রোহিত শর্মাকে বলা যে সে একজন খেলোয়াড় হিসেবে এই সিরিজে অংশ নেবে। প্রথম টেস্ট ম্যাচে রোহিত শর্মার উপস্থিত থাকা প্রয়োজনীয়।”
আরও পড়ুন: সহজ নয় রাস্তা! এই ৩ টি সমীকরণ মিললেই WTC ফাইনালে পৌঁছবে ভারত, জানুন বিস্তারিত
প্রসঙ্গত উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজে রোহিত শর্মার (Rohit Sharma) পারফরম্যান্স ছিল খুবই খারাপ। ভারতীয় অধিনায়ক ৩ টি টেস্টে ১০০ রানও করতে পারেননি। এমতাবস্থায় সামগ্রিকভাবে, তিনি ওই সিরিজের সবচেয়ে খারাপ পারফরমারদের মধ্যে অন্যতম একজন হিসেবে বিবেচিত হচ্ছেন। শুধু তাই নয়, তাঁর অধিনায়কত্ব ও ব্যাটিংয়ের কারণে তিনি ভক্তদের ক্ষোভের কারণ হয়ে ওঠেন। তাই, এখন বর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজেকে প্রমাণ করতে হবে তাঁকে।