বাংলাহান্ট ডেস্ক : এবার খোলা জায়গায় ধূমপান (Smoking) করা নিয়ে কড়া অবস্থান নিতে চলেছে সরকার। স্কুল, হাসপাতাল, খেলার মাঠে নিষিদ্ধ হতে পারে ধূমপান (Smoking)। সরকার পরিচালিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার (ন্যাশনাল হেলথ সার্ভিস) উপর থেকে চাপ কমানোর লক্ষ্যে এমন যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করছে যুক্তরাজ্য সরকার।
ধূমপান (Smoking) নিয়ে বড় খবর
ব্রিটিশ সরকারের তরফে আজ যুক্তরাজ্যের পার্লামেন্টে এই সংক্রান্ত ‘টোব্যাকো অ্যান্ড ভেপস বিল’ পেশ করার কথা রয়েছে। কম বয়সীদের মধ্যে ধূমপানের (Smoking) প্রবণতা কমানো সহ কঠোর ধূমপান বিরোধী বিধি নিষেধ থাকতে চলেছে এই বিলে। যদিও পর্যটন ও হসপিটালিটি ইন্ডাস্ট্রির উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় এই বিধি-নিষেধের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে পানশালা ও ক্যাফে সংলগ্ন এলাকাকে।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং একটি বিবৃতিতে বলেছেন, এই মুহূর্তে যদি পদক্ষেপ না নেওয়া যায়, তাহলে চাপ বাড়তে থাকবে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) উপর। এই ঐতিহাসিক বিল প্রাণ বাঁচাবে হাজার হাজার মানুষের। গত আগস্ট মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, পানশালা বাগানের (পাব গার্ডেন) মতো জায়গার বাইরের খোলা এলাকাগুলিতে ধূমপান নিষিদ্ধ করার পক্ষে তিনি।
আরোও পড়ুন : ট্যাব চাই! আন্দোলনে পথে বসলেন পড়ুয়ারা, ছুটে এলেন প্রধান শিক্ষক
ব্রিটিশ বিয়ার অ্যান্ড পাব অ্যাসোসিয়েশন এই ধারণাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে বর্ণনা করে। অ্যাসোসিয়েশন বলে, এমনিতেই মূল্যবৃদ্ধির জেরে খরচ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ হলে অবস্থা ‘অত্যন্ত উদ্বেগজনক’ হবে। সরকার জানাচ্ছে, এই বিল পাশ হলে শিশুদের খেলার মাঠ, স্কুল ও হাসপাতালের মতো জায়গাগুলির বাইরে খোলা জায়গায় ধূমপান নিষেধের ক্ষমতা আসবে।
তবে আলাপ-আলোচনা প্রয়োজন এই ব্যাপারে। ২০০৭ সালে যুক্তরাজ্য সরকার পানশালা (বার), কর্মস্থলসহ যেকোনো আবদ্ধ জায়গায় ধূমপান নিষিদ্ধ করে। এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে যুক্তরাজ্যে প্রায় ১৯ লাখ ধূমপায়ীর সংখ্যা হ্রাস পেয়েছে। এমনকি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত তথ্য বলছে, ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমেছে ১ হাজার ২০০ জন।