বাংলা হান্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়। প্রথমবার দেশের মাটিতে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। এদিকে, এই হারের পর একাধিক প্রশ্ন উঠছে অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে। এমনকি, এই আলোচনাও শুরু হয়েছে যে রোহিত শর্মাকে সরিয়ে অন্য কাউকে অধিনায়ক করা হোক। ঠিক এই আবহেই ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ বড় প্রতিক্রিয়া দিয়েছেন।
রোহিত শর্মার (Rohit Sharma) পর কে হবেন টেস্ট অধিনায়ক:
মূলত, রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার জন্য কে সবথেকে যোগ্য দাবিদার সেই বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। কাইফ স্পষ্টভাবে জানিয়েছেন যে, বর্তমানে যদি কেউ ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার যোগ্য হন তবে তিনি হলেন ঋষভ পন্থ। কাইফের মতে, ভারতের টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হওয়া উচিত ঋষভ পন্থের।
Mohammad Kaif said ️:- Rishabh Pant is the only player from the current team who deserves to be India’s Test captain.
– If he will not be test captain then it will be india’s loss not Rishabh pant’s #RishabhPant #CricketTwitter pic.twitter.com/mrK82Od3XJ
— Harsh shekhawat (@wordofshekhawat) November 4, 2024
উল্লেখ্য যে, রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল খুবই বিব্রতকর পরাজয় বরণ করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলা ওই টেস্ট সিরিজে অধিনায়ক এবং ব্যাটার হিসেবে চূড়ান্ত ফ্লপ হয়েছিলেন রোহিত শর্মা। তিনি কোনও বড় ইনিংস খেলতে পারেননি এবং তাঁর একাধিক সিদ্ধান্তও অত্যন্ত ভুল হিসেবে প্রমাণিত হয়। এই কারণে কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। এদিকে, এরপরে ভারত অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ খেলবে। ঠিক এই আবহেই অধিনায়কের বিকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার একইসাথে দেশের ১৫ টি ব্যাঙ্কের হবে মার্জার! আপনার কি রয়েছে অ্যাকাউন্ট?
“ঋষভ পন্থ টেস্ট অধিনায়ক হওয়ার যোগ্য”: ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ মনে করেন, রোহিত শর্মা (Rohit Sharma) যদি টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন, তাহলে ঋষভ পন্থকে পরবর্তী অধিনায়ক করা উচিত। একটি ইনস্টাগ্রাম লাইভে তিনি বলেন, “বর্তমান দল থেকে শুধুমাত্র ঋষভ পন্থই টেস্ট অধিনায়ক হওয়ার দাবিদার। এটা তাঁর প্রাপ্য। তিনি যখনই খেলেছেন, ভারতীয় দলকে এগিয়ে নিয়ে গেছেন।”
আরও পড়ুন: ভগবান গণেশ ও কার্তিক, দুই ভাইয়ের মধ্যে কে বড়? কেই বা বিবাহিত? ৯৯ শতাংশ ব্যক্তি জানেন না উত্তর
কাইফ আরও জানান যে, “পন্থ যে পজিশনেই ব্যাট করতে আসুন না কেন, ম্যাচ জেতানো ইনিংস খেলতে প্রস্তুত থাকেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা সব ধরণের কন্ডিশনেই রান করেছেন তিনি। ফাস্ট বোলারদের বা স্পিনারদের সাহায্য করা পিচেও তিনি ভালোভাবে গেলেন। পন্থ একজন কমপ্লিট ব্যাটার।” জানিয়ে রাখি যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে, ঋষভ পন্থই একমাত্র ব্যাটার যিনি সাহসের সাথে কিউই স্পিনারদের মোকাবিলা করেছিলেন।