খরচ বাড়ছে অনলাইন ফুডের

বাংলা হান্ট ডেস্ক ঃ বর্তমান দিনে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলি সকলেরই খুব প্রিয়। তবে এবার সুইগি, জোম্যাটো, এবং উবের ইটসের মতন জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ গুলির খরচা বাড়তে চলেছে প্রায় ৫০ টাকা পর্যন্ত।

44bca online ordering system advantagesরেস্টুরেন্টে খাবারের যা দাম তার থেকে বেশ কিছু টাকা বেশি নেয় অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ গুলি। প্রত্যেকটি সংস্থার ডেলিভারি বয়দের কমিশন দেওয়ার জন্যই এই দাম নেওয়া হয়ে থাকে। এবার থেকে সেই দাম বৃদ্ধি পেতে চলেছে ৫০ টাকা পর্যন্ত।

সম্পর্কিত খবর