বাংলা হান্ট ডেস্কঃ অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড়। দেশের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna)। ১১ নভেম্বর সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরপরেই কোন কোন বিষয় অগ্রাধিকার দিয়ে বিবেচিত হবে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। গতকাল রাতের দিকে নয়া সিজেআইয়ের একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বেশ কিছু কথা তুলে ধরা হয়েছে।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (CJI Sanjiv Khanna) বিবৃতিতে কী কী বলা হয়েছে?
আইনি সংবাদ পরিবেশনকারী একটি ওয়েবসাইটে নতুন সিজেআইয়ের বিবৃতি সম্বন্ধে বিশদে তুলে ধরা হয়েছে। আগামী দিনে এদেশের বিচারব্যবস্থাকে সঞ্জীব খান্না কীভাবে দেখতে চান, সেই বিষয়ে একটি ইঙ্গিত দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নতুন প্রধান বিচারপতি চান, সাধারণ মানুষ আরও সহজে আদালতের দ্বারস্থ হতে পারুক। একইসঙ্গে তারা যাতে আদালতের নানান আইনি প্রক্রিয়া সহজে অনুধাবন করতে পারেন, সেই বিষয়েও জোর দিতে চান সিজেআই খান্না।
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন জাস্টিস সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna)। গতকাল রাতেই প্রকাশ্যে এসেছে তাঁর বিবৃতি। সেখানে বলা হয়েছে, দ্রুত বিচারের ওপর গুরুত্বারোপ করতে চান দেশের নতুন প্রধান বিচারপতি।
আরও পড়ুনঃ ‘ভোট দয়া করে তৃণমূল কংগ্রেসকে…..’ প্রচারের শেষ লগ্নে কি বললেন মমতা?
বিচার পাওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান হ্রাস করতে একটি সুশৃঙ্খল পদ্ধতিতে কাজ করতে চান সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি (Chief Justice of India)। একইসঙ্গে বিচারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যাতে সাধারণ মানুষের প্রতি নিষ্ঠুর না হয়ে যায় সেটাকেও নিশ্চিত করতে চান তিনি।
নতুন প্রধান বিচারপতি মনে করেন, আদালতের যে জটিল আইনি বিষয়গুলি রয়েছে সেগুলি আমজনতার কাছে আরও সরল করে তোলার দরকার আছে। একইসঙ্গে ফৌজদারি মামলাগুলির ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটিতেও সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছেন তিনি।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। প্রচলিত রেওয়াজ অনুসারে, অবসর গ্রহণের আগে তিনি পরবর্তী সিজেআইয়ের নাম সুপারিশ করেছিলেন। সুপ্রিম কোর্টের অভিজ্ঞ বিচারপতি সঞ্জীব খান্নাকেই (CJI Sanjiv Khanna) নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। গতকাল এদেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জাস্টিস খান্না। ২০২৫ সালের ১৩ মে তিনি অবসর গ্রহণ করবেন। অর্থাৎ প্রায় ৬ মাস সিজেআইয়ের দায়িত্ব পালন করবেন তিনি।