বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর মামলায় জেলবন্দি। এরই মাঝে জামিন মামলায় ধাক্কা সন্দীপের। সম্প্রতি জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন আর জি কর (RG Kar) হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। সোমবার তার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। পাল্টা তাকে পরামর্শও দেন বিচারপতি।
সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে সন্দীপ ঘোষের জামিন মামলা। বিচারপতির পর্যবেক্ষণ, এই বিষয়ে সিবিআই স্পেশাল কোর্টের এক্তিয়ার আছে প্রয়োজনীয় পদক্ষেপ করার। যদি স্পেশাল সিবিআই কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের হাজির যদি না করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওই রায় চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট জায়গায় আবেদন করতে হবে।
এ বিষয়ে রায়ের রিভিশন চাওয়া যেতে পারে। তবে সন্দীপকে নিম্ন আদালতেই জামিনের আবেদন করতে হবে। অর্থাৎ সিবিআই-এর বিশেষ আদালতেই আবেদন করতে হবে বলে জানায় হাইকোর্ট। আর জি কর মামলায় ধৃত সন্দীপ ঘোষের দাবি ছিল, এই মুহূর্তে তাকে জেলে রাখা বেআইনি। প্রাক্তন অধ্যক্ষর যুক্তি ছিল, গত ৭ অক্টোবরের পর ফের ২১ অক্টোবর তাকে নিম্ন আদালতে পেশ করার কথা ছিল। তবে সেদিনও সিবিআই তাকে পুনরায় হেফাজতে নেওয়ার আবেদনই জানায়নি। তাই এই মুহূর্তে তাকে জেলে আটকে রাখা বেআইনি।
আরও পড়ুন: মৌখিক অতীত! এবার দিতে হবে চিঠি! প্রধান বিচারপতি হয়েই কড়া নির্দেশ সঞ্জীব খান্নার
যদিও ধৃত সন্দীপের আবেদনে বিচারপতির নির্দেশ, এই বিষয়ে বিশেষ সিবিআই কোর্টেই আবেদন জানাতে হবে তাকে। সন্দীপ ঘোষকে পেশ করা হয়েছে কি হয়নি সেই বিষয়ে বিচারের ক্ষমতা রয়েছে নিম্ন আদালতের হাতে। ফলত প্রাক্তন অধ্যক্ষর যুক্তি খারিজ করে হাইকোর্ট জানিয়ে দিল এই বিষয়ে হস্তক্ষেপ করবে না।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার পরই সামনে আসে সন্দীপের নাম। আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি। তারপর থেকে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সন্দীপবাবু। পরে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগেও তাকে গ্রেফতার করা হয়।