সদ্য নিয়েছেন অবসর! প্রাক্তন প্রধান বিচারপতি হিসাবে কি কি সুবিধা পাচ্ছেন DY চন্দ্রচূড়? জানলে থ হবেন

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় অর্থাৎ ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। দীর্ঘদিনের পেশাগত জীবনে একের পর এক জটিল কেসের রায় দিয়েছেন তিনি (DY Chandrachud)। কখনও আবার কড়া শাস্তিও দিয়েছেন। কর্মজীবনের শেষ দিকে বেশ কিছু মামলার রায় দিয়ে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। অনেকেই তাঁকে ভারতের রকস্টার বিচারপতি বলেও আখ্যা দিয়ে থাকেন। রবিবার ১০ নভেম্বর দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসাবে অবসর গ্রহণ করার পর কয়েক মুহূর্তের জন্য হলেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন চন্দ্রচূড় (DY Chandrachud)।

অবসরজীবনে কি কি সুবিধা পাচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)?

এদিন ধরা গলায় খানিক আফসোসের শুরে চন্দ্রচূড় বলেছিলেন, ‘আমি আর কাল থেকে কোন মামলার রায় ঘোষণা করতে পারব না,তবে আমি সন্তুষ্ট’। সেই সাথে ক্ষমা প্রার্থনা করে তিনি বলেছেন, ‘যদি কাউকে আঘাত করে থাকি তাহলে ক্ষমা করবেন’। ডি ওয়াই চন্দ্রচূড় নিজের কর্মজীবনে দাঁড়ি টানার পর ১১ নভেম্বর থেকে দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসাবে  শপথ গ্রহণ করেছেন বিচারপতি সঞ্জীব খান্না। আগামী  ছ’মাসের জন্য তিনি এই পদের গুরু দায়িত্ব সামলাবেন।

আসুন দেখে নেওয়া যাক প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর, আগামী দিনে কি কি সুবিধা পেতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়?

আমাদের দেশের সংশোধিত নতুন নিয়ম অনুসারে ভারতের একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে ডিওয়াই চন্দ্রচূড় তাঁর অবসর গ্রহণের তারিখ থেকে আগামী পাঁচ বছরের জন্য ২৪ ঘন্টা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী পাবেন। সেইসাথে তিনি তাঁর নিজের বাসভবনেও সর্বক্ষণের জন্য নিরাপত্তা পাবেন।

আরও পড়ুন: সবার জন্য বন্ধ নৈহাটির বড়মার মন্দির! TMC প্রার্থী প্রবেশের অনুমতি পেলেন কীভাবে? তুমুল বিক্ষোভ

সুপ্রিম সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে অবসর গ্রহণের দিন দিন থেকে সারা জীবনের জন্য একজন গৃহকর্মী এবং একজন চালকের পরিষেবা পাবেন চন্দ্রচূড়। এছাড়াও বিমানবন্দর গুলির আনুষ্ঠানিক লউঞ্জ-এর সুবিধা পাবেন তিনি। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত অন্যান্য বিচারপতিরাও এই সুবিধা পেয়ে থাকেন। এই মাসের শুরুতেযায় এই নিয়মে সংশোধন আনা হয়েছে।

DY Chandrachud

এছাড়াও অবসর গ্রহণের তারিখ থেকে ছয় মাসের জন্য দিল্লিতে বিনামূল্যে টাইপ-VII আবাসনে বসবাস করতে পারবেন তিনি। সাধারণত এই ধরনের আবাসনে দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীদের থাকার ব্যবস্থা করা হয়।

এখানেই শেষ নয়, দেশের প্রাক্তন প্রধান বিচারপতি হিসেবে একটি বিনামূল্যের আবাসিক টেলিফোন-ও পাবেন তিনি।ওই টেলিফোন কিংবা মোবাইল ফোন অথবা ব্রডব্যান্ড কিংবা মোবাইল ডেটা বা ডেটা কার্ড রিচার্জের জন্য প্রত্যেক মাসে  ৪,২০০ টাকার বেশি অর্থ ছাড়াও পাবেন সমস্ত ট্যাক্সের খরচ-ও।

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর